চার বছর পর লিস্ট-এ ক্রিকেটে সৌম্যের সেঞ্চুরি

চরম রান খরায় জাতীয় দলে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেটেও অবস্থান নড়বড়ে হয়ে গিয়েছিল সৌম্য সরকারের। রান করা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের একাদশেও জায়গা হারান। অবশেষে লিগের একদম শেষ ম্যাচে একাদশে ফিরে সেঞ্চুরি করেছেন তিনি। স্বীকৃত একদিনের ক্রিকেটে চার বছর পর তিন অঙ্কের দেখা পেলেন এই টপ অর্ডার ব্যাটার।
শনিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১১২ বলে ম্যাচ জেতানো ১০২ রানের ইনিংস খেলেন সৌম্য। তার সেঞ্চুরিতে রূপগঞ্জের ২৯৮ রান টপকে ৪ উইকেটে ম্যাচ জিতেছে মোহামেডান। পাঁচ নম্বরে থেকে তারা শেষ করল এবারের ঢাকা প্রিমিয়ার লিগ।
২০১৯ সালের ২৩ এপ্রিল আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে ২০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এখনো বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরি এটাই। এরপর এই সংস্করণে সব মিলিয়ে ৫৫ ইনিংস খেলেও পাননি সেঞ্চুরির দেখা। এক সময়ে বাইশ গজে দাপট দেখানো সৌম্যকে মনে হচ্ছিল অচেনা। ব্যাটে ধার কমে যাওয়ায় নিজের আদর্শ ব্যাটিং পজিশনও পাচ্ছিলেন না সব সময়।
এবারের লিগ তাই সৌম্যর জন্য ছিল প্রায় দুঃস্বপ্ন। শেষ ম্যাচের এই সেঞ্চুরির আগে ১১ ম্যাচে কেবল এক ফিফটিতে ১৯১ রান করেন তিনি। সেঞ্চুরির পর কিছুটা ভদ্রস্থ হলো তার পরিসংখ্যান। ১২ ম্যাচে ২৬.৬৩ গড় আর ৮৩.২৩ স্ট্রাইকরেটে ২৯৩ রান এসেছে সৌম্যর ব্যাটে।
২৯৯ রান তাড়ায় রুবেল মিয়াকে নিয়ে ওপেন করতে নামেন সৌম্য। মাশরাফি মর্তুজাদের বিপক্ষে ছড়ি ঘুরিয়ে ওপেনিং জুটিতেই ১৮১ রান করে ফেলেন তারা। ৯০ বলে ৮৭ করে রুবেল ফিরলেও সৌম্য থেমেছেন সেঞ্চুরি করে।
শেষ দিকে ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন মাহমদুউল্লাহ।
Comments