পুরস্কার হাতে পেয়ে আইসিসিকে ধন্যবাদ মিরাজের

২০২২ সালটা দুর্দান্ত কাটিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার স্বীকৃতিস্বরূপ জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। সেই স্বীকৃতির ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন মিরাজ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়ানডে ক্যাপ হাতে নিয়ে একটি ছবি আপলোড করেছেন মিরাজ। আর ক্যাপশনে লিখেছেন, '২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।'

গত বছর মোট ১৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন মিরাজ। সেখানে বল হাতে ২৮.২০ গড়ে পেয়েছেন ২৪টি উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৬৬ গড়ে করেন ৩৩০ রান। ভারতের বিপক্ষে আট নম্বরে নেমে করেন একটি দুর্দান্ত সেঞ্চুরি। একই সিরিজে একটি ম্যাচ জেতানো ফিফটিও ছিল এই অলরাউন্ডারের।

আইসিসির বর্ষসেরা সেই ওয়ানডে একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে সুযোগ পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago