বিশ্বকাপ বাছাইতে ভিন্ন গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা

সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ৮ দল। বাকি দুই দল চূড়ান্ত হবে বাছাই পর্বে। সেই বাছাইপর্বেও অংশ নেবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাসহ ১০ দল। 

জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত সূচিতে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে দুই আলাদা গ্রুপে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক  সংস্থা।

১৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই লড়াইয়ে 'এ' গ্রুপে স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার সঙ্গে 'বি' গ্রুপে ঠাঁই পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। চার টেস্ট মর্যাদা সম্পন্ন দেশের মধ্যে যেকোনো দুটি এবারও বিশ্বকাপ খেলতে পারবে না।

গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলে সেরা তিন দল যাবে সুপার সিক্সে। এবার ভিন্ন গ্রুপ থেকে আসা দলের সঙ্গে মুখোমুখি হবে দলগুলো। গ্রুপ পর্বে পাওয়া পয়েন্ট সুপার সিক্স রাউন্ডেও যোগ হবে। তবে গ্রুপ পর্বে বাদ পড়া দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট কাজে দেবে না।

সুপার সিক্স পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিশ্চিত করবে বিশ্বকাপ। তাদের মধ্যে হবে একটি ফাইনাল ম্যাচও।১৮ জুন শুরু হয়ে ৯ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল। খেলা হবে কুইনস স্পোর্টস ক্লাব ও বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব। হারারে স্পোর্টস ক্লাব ও টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব।

গত বিশ্বকাপের আগে বাছাইপর্বে রিভিউ সিষ্টেম না থাকায় অনেক সমালোচনা হয়েছিল আইসিসির। এবার রিভিউ থাকছে এই টুর্নামেন্টে।

Comments