ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক লতা

আগামী মাসে হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদীয়মানদের প্রতিযোগিতা হলেও অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ লতা মন্ডলকে। দলে আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন।
আগামী ১০ থেকে ২২ জুন হংকংয়ে হবে ৮ দলের আসর। ম্যাচ হবে মোট ১৫টি। মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্ট হলেও তিন জন নেওয়া যায় বেশি বয়সের। সেই হিসেবে লতা আর নাহিদা আক্তার সুযোগ পেয়েছেন।
স্কোয়াডের বেশিরভাগই চেনা মুখ। নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন সাথি রানী। টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে। ১২ জুন লতাদের প্রথম প্রতিপক্ষ মালেয়েশিয়া, ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৬ জুন প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
'এ' গ্রুপের চার দল ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমি-ফাইনালে খেলবে ১৯ জুন।
বাংলাদেশ ইমার্জিং দল: লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবাইয়া আক্তার ঝিঝিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী।
Comments