ধারণা তামিমের

আফগানিস্তানের বিপক্ষে ‘কঠিন’ ও ‘ইন্টারেস্টিং’ সিরিজ হবে

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি বেশ কঠিন আর আকর্ষণীয় হবে বলে মত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
Tamim Iqbal & Chandika Hathurusingha
ছবি: শেখ নাসির/স্টার

কদিন পরই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান দল। মাঝে বিরতি দিয়ে দুই দফার সফরে তিন সংস্করণের সিরিজই খেলবে তারা। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি বেশ কঠিন আর আকর্ষণীয় হবে বলে মত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

বর্তমানে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে ব্যস্ত আফগানরা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়েও গেছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ১০ জুন বাংলাদেশে পা রাখবেন রশিদ খানরা।

১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্টের প্রস্তুতির জন্য ইতোমধ্যে শুরু হয়েছে ক্যাম্প। শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে তামিম জানালেন আফগানদের বোলিং আক্রমণ বিচারে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তারা, 'এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।'

টেস্টের পর ঈদুল আজহার ছুটি থাকবে ক্রিকেটারদের। আফগানিস্তান দল ওই সময় ভারতে গিয়ে সিরিজ খেলার কথা।

৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ মাথায় রেখে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সিরিজের আগে শ্রীলঙ্কায় আফগানদের সাফল্যে বাড়তি সতর্কতা জানালেন তামিম, 'আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।'

সহকারী কোচ নিক পোথাসের অধীনে প্রি-সিরিজ ক্যাম্প চলছে ২৯ মে থেকে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর ৪ জুন থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

Comments

The Daily Star  | English

$27b health budget in the works

The government is preparing a $27 billion budget for the upcoming five-year health sector plan, up 52.5 percent from the ongoing programme that ends in June 2024.

8h ago