তীব্র তাপদাহের ঝাঁজ টের পেলেন তামিম, শান্তরা

মঙ্গলবার দুপুর ২টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। দুপুরে এসে রানিংয়ে নেমেই পরিস্থিতির চ্যালেঞ্জ টের পেলেন সবাই। হাঁপিয়ে উঠতেও সময় লাগল না।
Tamim Iqbal
ভর দুপুরে মাঠে দাঁড়িয়ে থাকাই ছিল কষ্ট। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

মাথার উপর সূর্যের অগ্নিমূর্তি, বাতাসে আর্দ্রতার বিরূপতা তৈরি করছে চিটচিটে ঘাম। প্রচণ্ড গরমে জনজীবনের হাঁসফাঁস পরিস্থিতির আঁচ লাগল ক্রিকেটারদের মাঝে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে অনুশীলন পর্বে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তদের দিতে হলে কঠিন পরীক্ষা।

Mehidy Hasan Miraz & Mushfiqur Rahim
ছবি: স্টার

মঙ্গলবার দুপুর ২টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিল বাংলাদেশ দলের অনুশীলন। দুপুরে এসে রানিংয়ে নেমেই পরিস্থিতির চ্যালেঞ্জ টের পেলেন সবাই। হাঁপিয়ে উঠতেও সময় লাগল না। অনুশীলন জার্সি এক পর্যায়ে আর গায়ে রাখতে পারলে না তারা। জার্সি খুলেই দৌড়াতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুদের।

ছবি: স্টার

মঙ্গলবারও ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে গরম অনুভূত হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই পরিস্থিতি চলতে পারে আরও কয়েকদিন।

Najmul Hossain Shanto, Mahmudul Hasan Joy, Shahadat Hossain Dipu
ছবি: স্টার

টানা তিনদিন অনুশীলনের পর বুধবার ক্রিকেটারদের বিশ্রামে রাখা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে আবার অনুশীলন। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ১৪ জুন থেকে। টেস্ট খেলে ফেরত গিয়ে ঈদুল আজহার পর আবার বাংলাদেশে আসবে আফগানরা। জুলাই মাসে হবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ।

Comments