বাংলাদেশের বিপক্ষে রশিদ খানকে ছাড়া টেস্ট খেলবে আফগানিস্তান

rashid khan
ছবি: টুইটার

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে যিনি হতে পারতেন বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি সেই রশিদ খানকে সামলাতে হচ্ছে না। একমাত্র টেস্ট খেলতে রশিদকে ছাড়াই বাংলাদেশে আসবে আফগানরা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসমতুল্লাহ শহিদীর নেতৃত্বে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে সবচেয়ে বড় চমকের নাম রশিদের না থাকা। রশিদ কেন নেই সেই ব্যাখ্যা দেয়নি তারা।

টেস্ট দল ঘোষণার দিনই মাঠে ছিলেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেন তিনি। মাত্র ১১৬ রানে অলআউট হয়ে ওই ম্যাচ আফগানরা হেরেছে ৯ উইকেট। ব্যাট হাতে ২ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। 

রশিদের না থাকা ছাড়াও চমক আছে আরও কিছু। প্রথমবারের মতন টেস্ট দলে এসেছেন দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই, নিজাত মাসুদ ও তরুণ লেগ স্পিনার ইজহারুল হক নাভিদ। সম্প্রতি আফগানিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে আলো ছড়ানো মিড পেস বোলিং অলরাউন্ডার করিম জানাতকেও রাখা হয়েছে টেস্ট দলে।

একমাত্র টেস্টের আফগানিস্তান দল: হাসমতুল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলিকাইল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোটাক, ইব্রাহিম আব্দুলরাহিমযাই, ইয়ামিন আহমেদজাই ও নিজাত মাসুদ।

এছাড়াও স্কোয়াডের বাইরে দলের সঙ্গে ভ্রমণ করবেন জিয়াউর রহমান আকবর, নূর আলি জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, সাঈদ আহমেদ শিরজাত।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট খেলতে ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

1h ago