আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দিয়ে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

Paul Rifle and chris brown
ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির সময় অনেক প্রচলিত নিয়মে বদল আনতে হয়েছিল আইসিসিকে। টেস্ট ম্যাচে মাঠের দুই আম্পায়ার নিরপেক্ষ দেওয়ার ক্ষেত্রে ভ্রমণ জটিলতা থাকায় একজন হোম আম্পায়ার রাখার সুযোগ দেওয়া হয়। মহামারির বাস্তবতা পেরুনোর পর আগের নিয়মে ফিরেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্থানীয় কোন আম্পায়ার অন ফিল্ড দায়িত্বে হিসেবে থাকছেন না। মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন আর অস্ট্রেলিয়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।

গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আলিম দারের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশের শরফোদৌলা ইবনে শহীদ সৈকত। সৈকতে গত তিন বছরে নিয়মিতই ঘরের মাঠে টেস্টে আম্পায়ারিং করতে দেখা গেছে।

গত বছর বাংলাদেশ সফরে এসে আইসিসি চেয়ারম্যান গ্রেক বার্কলে জানিয়েছিলেন, মহামারির সময়ের ভ্রমণ জটিলতা শেষ হওয়ায় আগের মতো টেস্টে দুই নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফিরতে যাচ্ছেন তারা। সর্বশেষ আইসিসি সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট থেকেই তা বাস্তবায়ন হচ্ছে।

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago