এজবাস্টনের উইকেট নিয়ে হতাশ, বিরক্ত ব্রড
এজভাস্টনের উইকেট থেকে প্রত্যাশিত সহায়তা না পেয়ে চরম হতাশা আর বিরক্তি প্রকাশ করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তার মতে এটাই ইংল্যান্ডের সবচেয়ে মন্থর আর প্রাণহীন উইকেট।
শুক্রবার বার্মিংহামের এজভাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হয়। আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। ইংল্যান্ডের ৮ উইকেটের চারটাই পান অফ স্পিনার ন্যাথান লায়ন।
জবাবে ৯৪ ওভারে ৫ উইকেটে ৩১১ রান করে দিন পার করে অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটের দুইটা পান অফ স্পিনার মঈন আলি। ব্রড নিয়েও নেন ২ উইকেট। আরেক উইকেট নেন বেন স্টোকস।
নিজেদের পেসাররা বেশি উইকেট নিলেও উইকেটের আচরণ নিয়ে একদম খুশি নন ব্রড। ১৬ ওভার বল করে ৪৯ রান দেওয়া ইংলিশ পেসার ৬টি ওভারস্টেপের নো বলও করেন। দ্বিতীয় দিনের ম্যাচ শেষে জানান, উইকেটে তেমন কিছু না থাকায় বাড়তি এফোর্ট দিতে গিয়ে হচ্ছে এই অবস্থা, 'কীভাবে নমনীয় হবো? এটা খুবই মন্থর, নিচু উইকেট। একদমই বেখাপ্পা, প্রাণহীন। তবে উইকেটটা ম্যাচের শেষ পর্যন্ত কি হয় দেখে বিচার করতে হবে।'
'আমি খুবই হতাশ। আমি বড় নো বল করি না। সম্ভবত আজ যত নো বল করেছি এর আগে কখনো এমন হয়নি।'
ইংল্যান্ডে গ্রীষ্মের এই সময়টায় উইকেট থেক পেসাররা পান অনেক সহায়তা। স্যুয়িং নিয়ে প্রতিপক্ষকে হরহামেশা নাকাল করে ছাড়েন স্ট্রুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসন। এবার উইকেট পেতে অনেক বেশি কষ্ট করতে হওয়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তার আশা পরের টেস্টগুলোতে থাকবে না এমন বাইশগজ, 'আশা করছি এটা পুরো সিরিজের চিত্র হবে না। আমার দেখা মতে এটা অবশ্যই ইংল্যান্ডের সবচেয়ে মন্থর উইকেট।'
Comments