অবিশ্বাস্য জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
১৬ রানেই নেই ৬ উইকেট, শুরুতেই বড় হারই ছিল শঙ্কায়। অথচ খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে নিশ্চিত করে ফেলল নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল।
মঙ্গলবার হংকংয়ে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৯ ওভারে বাংলাদেশ করে মাত্র ৫৯ রান। ৪ উইকেটে ৫৩ রানে থেমে যায় পাকিস্তান।
বাংলাদেশের প্রথম ৬ ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কে। ১৬ রানে ৬ উইকেট হারানোর পর ৩৭ রানের মহামূল্যবান জুটি পান রাবেয়া খান ও নাহিদা আক্তার। জবাবে ২০ বলে করেন ১০ রান। ১৬ বলে ২১ করে মোড় ঘুরিয়ে দেন নাহিদা।
এবারই প্রথম নারী ইমার্জিং এশিয়া কাপ আয়োজন করছে এসিসি। কিন্তু বৃষ্টির কারণে টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচ ভেস্তে যায়। রিজার্ভ ডেতে গিয়ে শেষ চারের লড়াইয়েও ছিল বৃষ্টি। শ্রীলঙ্কাকে হারিয়ে একদিকে ফাইনাল নিশ্চিত করে ভারত। আর পাকিস্তানকে বিদায় করে ফাইনালে উঠে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিংয়ে বড় অবদান রাখা নাহিদা তার মূল কাজেই ছিলেন সেরা। ২ ওভার বল করে ৮ রানে পান ১ উইকেট।
পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটার শুরুটা জুতসই করেছিলেন। ২৬ রানে গিয়ে তারা হারায় প্রথম উইকেট। এরপর তাদের ক্রমাগত চেপে ধরে বাংলাদেশ।
ম্যাচ জিততে শেষ ওভারে পাকিস্তানিদের দরকার ছিল ১৩ রান। সানজিদা আক্তার মেঘলার বাঁহাতি পেস থেকে ৬ রানের বেশি নিতে পারেনি তারা।
আগামীকাল বুধবার ফাইনালে ভারতের বিপক্ষে নামবে লতা মণ্ডলের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৯ ওভারে ৫৯/৭ (সাথি ৪, দিলারা ৪, সোবহানা ০, লতা ০, মুর্শিদা ১, স্বর্ণা ৪, রাবেয়া ১০*, নাহিদা ২১, সুলতানা ৬*; ফাতিমা ৩/১০, আনোশা ২/৬, উম্মে হানি ০/১১, আরব ০/৮, তুবা ১/২২)
পাকিস্তান নারী ইমার্জিং দল: ৯ ওভারে ৫৩/৪ (জুলফিকার ১১, আইমান ১৮, সাদাফ ৮, নাটালিয়া ২, ফাতিমা ১০*, আরব ৩*; মারুফা ১/৯, সানজিদা ০/২০, নাহিদা ১/৮, রাবেয়া ২/১৩, সুলতানা ০/২)
ফল: বাংলাদেশ নারী ইমার্জিং দল ৬ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার
Comments