ভারতের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলেও নেই জাহানারা

jahanara alam
জাহানারা আলম। ছবি: আইসিসি

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দলেও জায়গা পাননি পেসার জাহানারা আলম। এক সিরিজ পর ফিরেছেন অভিজ্ঞ সালমা খাতুন, তবে এবারও জায়গা হয়নি ব্যাটার রুমানা আহমেদের।

আগামী ৯ জুলাই থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে।

দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হওয়া ক্যাম্পের জন্য ২০ জন ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। নতুন দায়িত্ব নেওয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেওয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারার। 

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জাহানারা। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

জাহানারার দলে না থাকার ব্যাপারে কোন ব্যাখ্যা অবশ্য দেয়নি বিসিবি। নতুন দায়িত্ব নেওয়া নির্বাচক সাজ্জাদ শিপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মাত্রই দায়িত্ব নিয়েছি। আমাদের পক্ষে এখনই কোন কিছু বলা সম্ভব না। পরের সিরিজ থেকে আমরা সব ব্যাখা আপনাদের দেব।' 

গত ৮ জুন নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নেন সাজ্জাদ ও সজল। ভারতের বিপক্ষে সিরিজের দল তারাই করেছেন। তবে নতুন দায়িত্ব নেওয়ার কথা বলে কোন ব্যাখ্যা দিতে চাইলেন না তারা। 

জাহানারা না থাকলেও ফিরেছেন সালমা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি। সালমা প্রাথমিক দলে জায়গা পেয়ে মূল দলে আসার পরিস্থিতি তৈরি করলেন। তবে সেই সুযোগ হলো না রুমানার। এক সময় মেয়েদের দলের ব্যাটিংয়ে বড় ভরসা রুমানা নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা সফরের পর এবার  ভারতের বিপক্ষে ২০ জনের প্রাথমিক দলে নেই তিনি।

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই খেলবে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড:  নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago