এমসিসি ক্রিকেট কমিটিতে মরগান-ঝুলন-হিদার
ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটির নতুন সদস্য হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান, ভারতীয় নারী দলের সাবেক পেসার ঝুলন গোস্বামী ও ইংল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক হিদার নাইট।
সোমবার লর্ডসে ক্রিকেট কমিটির সভা শুরুর আগে এই তিন জনের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে এমসিসি। একই সঙ্গে এই ক্রিকেট কমিটি থেকে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের পদত্যাগের বিষয়টিও জানিয়েছে তারা।
নতুন তিন সদস্যকে স্বাগত জানিয়ে এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেন, 'বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হিদার, ইয়নকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ সময় ধরে দক্ষতার সঙ্গে খেলেছেন তারা।'
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে সভার আগে এমসিসির ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছিল ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার ও গ্রায়েম স্মিথকে। বর্তমানে এই কমিটিতে রয়েছেন মোট ১৪ জন।
এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি: মাইক গ্যাটিং (চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামি, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, রিকি স্কেরিট।
Comments