বিশেষ সংবাদ সম্মেলন ডেকে কী বলতে যাচ্ছেন তামিম?

প্রথম ওয়ানডে হারের পর বাংলাদেশের মিডিয়া ম্যানেজার জানিয়ে দিলেন বৃহস্পতিবার নেই কোনো অনুশীলন, এমনকি কোন মিডিয়া কার্যক্রমও থাকছে না। তবে মধ্যে রাতেই খোদ তামিম ইকবালের কাছ বিশেষ সংবাদ সম্মেলনের আহবান এলো। দুপুরে নিজ উদ্যোগে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক।
তামিম মধ্য রাতে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে বার্তা পাঠান, বৃহস্পতিবার দুপুর ১২টায় (পরে তার পক্ষ থেকে জানানো হয় দুপুর দেড়টায় একটি হোটেলে কথা বলবেন তিনি) কথা বলবেন তিনি। তবে স্থান জানিয়ে দেওয়া হবে পরে। তারপর থেকেই আসলে গুঞ্জন চড়া হচ্ছে। দলের আনুষ্ঠানিক মিডিয়া কার্যক্রমের বাইরে নিজ উদ্যোগে হাজির হয়ে কোন ঘোষণা দিতে যাচ্ছেন কি তিনি?
গত বেশ কয়েকদিন ধরেই চোট ভোগাচ্ছিল তামিমকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ মুহূর্তে চোটের কারণেই খেলা হয়নি তার। ওয়ানডে সিরিজের আগে পুরোপুরি অনুশীলন শুরু করলেও সিরিজের আগের দিন নিজের কথাতেই জানিয়ে দেন সংশয়। শতভাগ ফিট না থাকলেও খেলতে নামবেন, কারণ নিজের অবস্থাটা বুঝতে চান তিনি।
তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। জানান, তামিমের মন্তব্যে নাকি ক্ষুব্ধ হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি প্রধানও নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আড়াল করেননি।
মাথার উপর বিশাল চাপ নিয়ে বুধবার আফগানদের মুখোমুখি হয়ে ব্যর্থ হন তামিম। সেই ফজল হক ফারুকিই তার হন্তারক। আলগা শটে কিপারের হাতে ক্যাচ জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পা যেন নড়ছিলই না তার।
পরে ফিল্ডিংয়ে পাওয়া যায় নড়বড়ে তামিমকে। স্পষ্ট বোঝা যায় ফিটনেস ঘাটতি। এক বল তার কাছ দিয়ে ছুটে গেলেও ঝাঁপিয়ে তা আটকানোর তাগিদ পাননি।
সব মিলিয়ে যে বাস্তবতা তাতে তামিম নেই ছন্দে, তার আত্মবিশ্বাস তলানীতে। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে অধিনায়কের এমন অবস্থা চাইবে না কোন দল। তামিম কি তবে নিজেই সেটা অনুভব করছেন?
এর আগে নানাবিধ আলোচনার মাঝে টি-টোয়েন্টি থেকে লম্বা সময়ে বিরতিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাও চট্টগ্রামে আচমকা সংবাদ সম্মেলন ডেকে দিয়েছিলেন তামিম, সেই রেশেই পরে ওই সংস্করণে আর খেলা হয়নি। এবার তেমন বড় কিছু কি আসছে? নাকি নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে চাপমুক্ত হতে চাইছেন দেশের সফলতম ওপেনার।
সব প্রশ্নের উত্তর জানতে অবশ্য বেশি দেরি করতে হবে না, কয়েক ঘন্টা পরই পরিষ্কার হওয়া যাবে। তবে বিসিবির সুবিধার বাইরে গিয়ে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডাকা আভাস দিচ্ছে কোন একটা ঘোষণা আসলে দিতে চলেছেন তামিম।
Comments