বিসিবি সভায় সিদ্ধান্ত

আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে অধিনায়ক লিটন

Litton Das
লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের নাটকীয় অবসরের পর বিসিবি সভায় চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। তবে আফগানিস্তান সিরিজের জন্য লিটন দাসকে অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাতে রাজধানীর একটি হোটেলে বোর্ড সভার পর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লিটনকে এই সিরিজের দায়িত্ব দেওয়া হলেও এখনো তামিমের ফেরার আশা করছেন বোর্ড প্রধান, 'এখন কোন স্থায়ী অধিনায়ক দিচ্ছি না। যে ভাইস ক্যাপ্টেন আছে সেই লিটন দাস অধিনায়কত্ব করবে।'

'আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তামিম ঠিক পছন্দ। আমরা অপেক্ষা করব।'

তবে তামিম তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে তখন সভায় বসে নতুন অধিনায়ক ঠিক করবে বিসিবি,  'না করলে তখন আমরা সিদ্ধান্ত নিব।'

তামিমের অবসরের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন জানিয়ে পাপন বলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা তাকে বলেছিলেন তামিম,  'আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না এমন সিদ্ধান্ত আসছে। ও আমাকে বলেছে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চায়,  বিশ্বকাপ পর্যন্ত তো অবশ্যই।'

'আমরা তো তাকেই অধিনায়ক বানিয়েছি, আমাদের তো ভিন্ন কিছু ভাবার কারণ নাই। বিশ্বকাপ সামনে ও খেলবে না, অন্য কিছু ভাবার কারণ ছিল না।'

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা জানান তামিম। এই ঘোষণার পর তামিমের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি বোর্ড প্রধান। পরে বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফীস ইকবালের কাছে বার্তা পাঠিয়ে অন্তত আফগানিস্তান সিরিজ খেলার আহবান করেন তিনি। যদিও তাতে কোন সাড়া মেলেনি।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

58m ago