তামিমের বিদায়ে ‘অবাক’, অনুপস্থিতিতে ‘সুবিধা’ দেখছে আফগানিস্তান

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান অধিনায়ক জানালেন, তামিমের বিদায় ও এই সম্পর্কিত পরিস্থিতিতে বাড়তি সুবিধা পাবেন তারা
hashmatullah shahidi
আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি নিজেদের নিয়ে বেশ আশাবাদী। ছবি: ফিরোজ আহমেদ

সিরিজের প্রথম ম্যাচে যার সঙ্গে টস করতে নেমেছিলেন হাসমতুল্লাহ শহিদি, পরের ম্যাচ আসার আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেই নেই। তামিম ইকবালের অমন আকস্মিক অবসরের খবর আর সবার মতন আফগানিস্তান দলের কাছে বিস্ময়ের মতন হয়ে এসেছে। তবে তাতে নিজেদের কিছু সুবিধা খুঁজে পাচ্ছে তারা।

শহিদি খুব হাসিখুশি আমুদে মানুষ। সারাক্ষণই হাসতে থাকেন। এদিনও সংবাদ সম্মেলনে এলেন হাসতে হাসতে। তামিমের প্রসঙ্গ আসতেই বললেন, কী ঘটনা বুঝতে পারছেন না তারা, তবে অবাক করা ব্যাপার সবার কাছে।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান অধিনায়ক জানালেন, তামিমের বিদায় ও এই সম্পর্কিত পরিস্থিতিতে বাড়তি সুবিধা পাবেন তারা,  'সে অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিল। সে অভিজ্ঞ অধিনায়ক ছিল। সে অনেকদিন ধরে খেলছিল। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে। আমরা সেখানে নজর দিচ্ছি।'

'আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মত ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।'  

তামিমকে সম্মান করলেও তাকে কি মিস করবেন? এমন প্রশ্নে আবার, একটা চওড়া হাসি দিয়ে বুঝালেন তেমন কিছু না।

বুধবার প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে আফগানিস্তান। শনিবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় তারা,  'আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে।'

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago