শরিফুল-তাসকিনের তোপে চাপে আফগানিস্তান

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ম্যাচে বোলিং বিভাগে আমূল পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জায়গা মিলে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের। আর সুযোগ পেয়েই দারুণ জ্বলে উঠেছেন এ দুই পেসার। একাই তিনটি শিকার করেছেন শরিফুল। উইকেট পেয়েছেন তাসকিনও।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেটে ২৪ রান তুলেছে আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ৪ ও নজিবউল্লাহ জাদরান ৫ রানে ব্যাটিং করছেন।

এদিন ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শরিফুলের অফস্টাম্পের বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন ইব্রাহীম জাদরান। আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়া এ ব্যাটার এদিন ৬ বলে করেন ১ রান।

সে ওভারে রহমত শাহকেও তুলে নেন এই পেসার। জায়গায় দাঁড়িয়ে খেলতে গেলে ব্যাটার কানায় লেগে চলে যায় মুশফিকের গ্লাভসে। এর ঠিক আগের বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে অল্পের জন্য নাগাল পাননি মেহেদী হাসান মিরাজ। চার বল খেলে রানের খাতা খুলতে পারেননি রহমত।

ষষ্ঠ ওভারে সবচেয়ে বিপজ্জনক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। তার বাউন্সারে পুল করতে গিয়েছিলেন আগের ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি তোলা এই ব্যাটার। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ না হলে কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। অবশ্য লাফিয়ে দারুণ ক্যাচ লুফে নিয়েছেন মুশফিক। ২২ বলে ৬ রান করেন গুরবাজ।

এরপর নবম ওভারে নবিকে মোহাম্মদ নবিকেও তুলে নেন শরিফুল। তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন পেসার। রিভিউ নিয়েছিলেন নবি। তবে লাভ হয়নি। ৯ বলে ১ রান আসে তার ব্যাট থেকে। ফলে ১৫ রানে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়ে আফগানিস্তান।  

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago