নিজের পছন্দে তিনে খেলবেন গিল, অভিষেকের অপেক্ষায় জয়সওয়াল
যুব বিশ্বকাপ দিয়ে আলোয় আসার পর আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নেন যশভি জয়সওয়াল। প্রথম শ্রেণীতেও দারুণ রেকর্ড থাকা এই তরুণের এবার টেস্ট অভিষেক হতে যাচ্ছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন ওপেনিংয়ে ডান-বামের সমন্বয় রাখবেন তারা।
ডমিনিকায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এই টেস্ট দিয়েই ভারত শুরু করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। তাতে নতুন আদলেও পা রাখতে যাচ্ছে ভারত। চেতশ্বর পূজারা বাদ পড়ার পর তিনে জায়গা করে নিচ্ছেন গিল আর ওপেনিং সামলাবেন জয়সওয়াল। অনেকটা যেন নতুন দিনের সূচনা।
সব কিছু ঠিক থাকলে বুধবার ভারতের ৩০৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হবে জয়সওয়ালের, অধিনায়ক রোহিতের সঙ্গে ব্যাট করতে নামবেন তিনি। গত আইপিএলে আইপিএলে ৪৮.০৭ গড় ও ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করে মাত করেন বাঁহাতি তরুণ। তবে সাদা বলের পারফরম্যান্সের জন্য নয়। জয়সওয়াল টেস্ট ডাক পেয়েছেন লাল বলেও তার অবিশ্বাস্য ছন্দের কারণে। প্রথম শ্রেণিতে ১৫ ম্যাচ খেলেই ৮০.২১ গড়ে ১ হাজার ৮৪৫ করে ফেলেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৯টি। সর্বোচ্চ ইনিংস খেলেছেন ২৬৫ রানের।
টেস্টের আগের দিন একাদশ সম্পর্কে ধারণা দিতে গিয়ে জয়সওয়ালের খেলার ব্যাপারে তথ্য দেন রোহিত, 'শুভমান গিল তিনে খেলবে, কারণ সে নিজেই এই পজিশনে খেলতে চায়। রাহুল (দ্রাবিড়) ভাইকে বলেছে যে সে তিন বা চারে ব্যাট করতে চায়। তিন খেললে সে ভালো করবে বলে বলেছে। আমরাও সেটিকে ভালো মনে করছি। এমন হলে আমরা ওপেনিংয়ে ডান-বাম সমন্বয় পাচ্ছি। এটা চলতে থাকবে।'
'আমাদের টপ অর্ডারে ডানহাতির ভিড়। অনেকদিন ধরে একজন বাঁহাতি খুঁজছিলাম, সেই চাওয়া পূরণ হয়েছে। আশা করছি জয়সওয়াল ভালো খেলে জায়গা পাকা করবে। সে খুবই ভালো ব্যাটসম্যান, দারুণ সম্ভাবনাময়।'
ডমিনিকার উইকেটে একাদশে স্পিন-পেসের সমন্বয় রাখতে চায় ভারত। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার খেলানো তাই নিশ্চিত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট।
Comments