সিলেটে বৃষ্টি শেষে শুরু হয়েছে খেলা
বৃষ্টি শেষে ফের শুরু হয়েছে ম্যাচ। প্রায় পৌনে দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার কারণে কমে এসেছে ম্যাচের পরিধি। তিন ওভার কমিয়ে ১৭ ওভারে হবে ম্যাচটি।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭.২ ওভার খেলা শেষে মুষলধারে বৃষ্টি শুরু হলে বন্ধ রাখা হয় খেলা। তখন আফগানিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৯ রান। মোহাম্মদ নবি ও ইব্রাহীম জাদরান দুইজনই ব্যাট করছেন ১১ রানে।
সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামতে শুরু করে। পাঁচ মিনিট না যেতেই শুরু হয় মুষলধারে। প্রায় ১০ মিনিট পর থামে বৃষ্টি। এরপর মাঠ পরিচর্যার পর সোয়া ৮টায় ফের শুরু হয় ম্যাচটি।
এদিন ইনিংসের প্রথম ওভারেই আফগান শিবিরে ধাক্কা দেন তাসকিন আহমেদ। তুলে নেন রহমানউল্লাহ গুরবাজকে। তার বাউন্সারে পুল করতে গেলে ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। নিজেই সেই ক্যাচ লুফে নেন এ পেসার।
এক ওভার পর ফিরে এক্সট্রা বাউন্সারে পরাস্ত করে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তাসকিন। কাট করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ফলে পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। ২ উইকেটে তোলে ৩৪ রান।
সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ১ বল হাতে রেখে পারি দেয় টাইগাররা। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক তুলে হারের শঙ্কায় ফেলে দিলেও শেষ রক্ষা করতে পারেননি।
Comments