শাকিল-সালমানের ব্যাটে লড়ছে পাকিস্তান

কোনো মতে একশ রান করতেই প্রথম ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। তবে প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সৌদ শাকিল ও আগা সালমান। এ দুই ব্যাটারের ব্যাটেই লড়াই করছে সফরকারী পাকিস্তান।

সোমবার গলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ রান করেছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইমাম-উল-হককে ফেরান কাসুন রাজিথা। এরপর আবদুল্লাহ শফিকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন শান মাসুদ। এ জুটি ভাঙার পর ২৬ রানের ব্যবধানে এ দুই ব্যাটার সহ অধিনায়ক বাবর আজমকে হারায় তারা। দলীয় ১০১ রানে সরফরাজ আহমেদ আউট হলে বড় চাপেই পড়ে যায় দলটি।

তবে পঞ্চম উইকেটে শাকিলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সালমান। ১২৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন এ দুই ব্যাটার। তাদের ব্যাটেই লড়াই করছে দলটি। ৮৮ বলে ৬টি চারের সাহায্যে ৬৯ রান করে অপরাজিত আছেন শাকিল। সালমান ৮৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত আছেন ৬১ রানে।

শ্রীলঙ্কার পক্ষে ৮৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন প্রভাত জয়সুরিয়া।  

এর আগে সকালে আগের দিনের ৬ উইকেটে ২৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। ৯৪ রানে অপরাজিত থাকা ধনাঞ্জয়া ডি সিলভা তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তার ব্যাটেই তিনশ রানের কোটা পার করে করে শ্রীলঙ্কা।

শেষ পর্যন্ত নাসিম শাহর বলে আউট হওয়ার আগে ১২২ রানের ইনিংস খেলেন ধনাঞ্জয়া। ২১৪ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ১১ নম্বরে নামা বিশ্ব ফার্নান্ডো খেলেছেন ২১ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।   

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago