আরও টি-টোয়েন্টি খেলতে উইন্ডিজ টেস্ট স্থগিত পাকিস্তানের
শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সম্ভাবনা জাগিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। আরব আমিরাতে সেমি-ফাইনালে থামার পর অস্ট্রেলিয়া বিশ্বকাপে হারে ফাইনালে। পরবর্তী বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য পেতে মরিয়া দলটি নিতে চায় বাড়তি প্রস্তুতি। তাই আরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ স্থগিত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করছেন বলে জানিয়েছেন পিসিবির কর্মকর্তারা। এক বিবৃতিতে পিসিবি বলেছে, '২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতির সুযোগ প্রদানের জন্য এটি একটি কৌশলগত সিদ্ধান্ত।'
আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। দুই ধাপে এই ম্যাচগুলো খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টির হোম সিরিজ ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। অকল্যান্ডে (১২ জানুয়ারি), হ্যামিল্টনে (১৪ জানুয়ারি), ডুনেডিন (১৭ জানুয়ারি) এবং ক্রাইস্টচার্চে (১৯ ও ২১ জানুয়ারি) খেলবে দলদুটি। এরপর এপ্রিলে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে কিউইরা।
২০২৪ সালের জুনে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি, আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং ইংল্যান্ডের সঙ্গে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সবগুলো ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে তারা।
Comments