এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর
এশিয়া কাপের দিন-তারিখ জানালেও এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে একটি খসড়া সূচি হাতে পেয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেই অনুযায়ী মহাদেশীয় আসরটিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।
এসিসির সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অগাস্ট থেকে শুরু হয়ে এশিয়া কাপ শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। তবে ক্রিকইনফো জানাচ্ছে আয়োজক পাকিস্তান টুর্নামেন্ট একদিন এগিয়ে ৩০ সেপ্টেম্বর শুরু করতে যাচ্ছে। যদিও ফাইনাল ১৭ সেপ্টেম্বরেই থাকছে।
খেলা হবে পাকিস্তানের লাহোর, মুলতান ও শ্রীলঙ্কার ক্যান্ডিতে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। পাকিস্তানের মাঠে বাকি তিন ম্যাচই হবে লাহোরে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের চাওয়ায় তাদের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। তবে এই ম্যাচ ডাম্বুলায়ও হতে পারে বলে খবর দিচ্ছে পাকিস্তানি কিছু গণমাধ্যম।
৩ সেপ্টেম্বর লাহোরে 'বি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টুর্নামেন্টে শীর্ষ দলের সিডিং করা হয়েছে। পাকিস্তানকে এ১, ভারত এ২, শ্রীলঙ্কা বি১ ও বাংলাদেশ বি২। এই চারদল সুপার ফোরে উঠলে কে কার প্রতিপক্ষ হবে সেটা আগে থেকেই চূড়ান্ত থাকবে। যদি এই চার দলের কেউ সুপার ফোরে না উঠতে পারে তাহলে তাদের বদলে যারা উঠবে তারা পাবে নির্দিষ্ট সিডিং।
এই ভিত্তিতে সুপার ফোরে উঠলে ৬ সেপ্টেম্বর লাহোরে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। ভারত-পাকিস্তান প্রত্যাশা অনুযায়ী সুপার ফোরে উঠলে তাদের দ্বিতীয় লড়াই হবে ১০ সেপ্টেম্বর, ওই ম্যাচটিও হবে ক্যান্ডিতেই।
ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, সব কিছু চূড়ান্ত হয়ে যাওয়ায় আজ-কালের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
Comments