স্টাম্প মাইকে গল্প শুনে জশুয়ার মার সঙ্গে দেখা করলেন কোহলি

কুইন্স পার্ক ওভালে কোহলি ব্যাট করার সময় পেছন থেকে জশুয়া বলতে থাকেন, ‘আমার মা খেলা দেখতে এসেছেন কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য। সত্যি বলছি তিনি আমাকে জানিয়েছেন, আমার খেলা দেখার আগ্রহ তার নেই কেবল তোমার জন্যই এসেছেন।’
Virat Kohli and His fan

পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিনে স্টাম্প মাইকে ধরা পড়ে বিরাট কোহলিকে উদ্দেশ করে ওয়েস্ট ইন্ডিজ কিপার জশুয়া দা সিলভার কিছু কথা। জশুয়ার মা এদিন খেলা দেখতে এসেছেন কিন্তু ছেলের জন্য নয়, তিনি এসেছেন নাকি কোহলিকে দেখতে। এতটাই তিনি কোহলির ভক্ত। এ কথা জানার দিনশেষে কোহলি গিয়ে দেখা করেন জশুয়ার মার সঙ্গে। আবেগাক্রান্ত হয়ে পড়েন জশুয়ার মা।

কুইন্স পার্ক ওভালে কোহলি ব্যাট করার সময় পেছন থেকে জশুয়া বলতে থাকেন, 'আমার মা খেলা দেখতে এসেছেন কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য। সত্যি বলছি তিনি আমাকে জানিয়েছেন, আমার খেলা দেখার আগ্রহ তার নেই কেবল তোমার জন্যই এসেছেন।'

স্টাম্প মাইকে জশুয়ার কথা ধরা পড়লে তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। দিনের খেলা শেষে ভারতীয় দলের টিম বাসের কাছে দেখা হয়ে যায় জশুয়ার মার সঙ্গে কোহলির। তখন কোহলিকে জড়িয়ে ধরেন এই মহিলা। প্রিয় তারকার দেখা পাওয়ার আনন্দে চোখে জলও মুছতে থাকেন তিনি।   

২৫ বছর বয়েসি জশুয়া পরে বিসিসিআই টিভিকে বলেন, কোহলি তার মার পুরো বছরটা রঙিন করে দিয়েছে, 'টেস্ট শুরুর কয়েকদিন আগেই আমার মা বলছিলেন উনি বিরাট কোহলির খেলা দেখতে চান, আমার নয়। আমি ভেবেছি এটা আমি বলি তাকে।'

'যখন সে আজ বাসের দিকে ছিল আমার মা আমকে দেখাল, "দেখ, ওখানে বিরাট"। আমি পরে বাসের কাঁচে নক করলাম। সে বেরিয়ে আসল। আমার মার সঙ্গে দেখা গেল। এতে আমার মার পুরো বছরটা রঙিন হয়ে গেছে।'

পোর্ট অব স্পেনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ খেলছেন কোহলি। স্মরণীয় এই মাইলফলকের ম্যাচ ইতোমধ্যে সেঞ্চুরিতে রাঙিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন।

কোহলির সেঞ্চুরিতে ভারতের ৪৩৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২২৯ রান তুলেছে ক্যারিবিয়ানরা।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago