‘যারা তামিমকে এক্সারসাইজ দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়?’

Nazmul Hasan Papon

আচমকা অবসর ও নাটকীয় ফেরার পর ছুটিতে থাকা তামিম ইকবাল কবে খেলায় ফিরবেন, কিংবা আদৌ  তিনি ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছে না। বরং এসবের মধ্যে দুটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে নিজের চোট নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেন এই তারকা। তামিমের সাম্প্রতিক এসব মন্তব্যের কারণ বুঝতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার পরিবার নিয়ে বেড়াতে দুবাই যাওয়ার আগে দেশের দুটি গণমাধ্যমে সাক্ষাতকার দেন তামিম। তাতে অনেক কথার ভিড়ে একটি স্পর্শকাতর অভিযোগের সুর আসে তার কাছ থেকে। নিজের পিঠের ব্যথা ফিরে আসা নিয়ে জিম সেশনে দেওয়া ব্যায়াম নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন,  'জিম সেশনে একটি এক্সারসাইজ করতে গিয়ে তা আবার ফিরে এসেছে। তাহলে কি প্রশ্ন তোলা উচিত নয়, ওই এক্সারসাইজ আমার জন্য সঠিক ছিল নাকি ভুল? যে এক্সারসাইজ আমার করার কথা নয়, সেটি কেন করছিলাম? যে এক্সারসাইজ করলে এই ইনজুরিতে সমস্যা হওয়ার কথা নয়, সেটি কেন করানো হয়নি? এই কারণও বের করা উচিত।'

রোববার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ নারী দলের সঙ্গে সভা শেষে বেরিয়ে তামিমের এই মন্তব্যের প্রসঙ্গে  জবাব দেন বোর্ড সভাপতি, 'এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে এক্সারসাইজ দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার। নিয়মিত দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।'

দুবাইতে ছুটি কাটানোর পর চিকিৎসকের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাবেন তামিম। সেখান থেকে ফিরে চলতি মাসের শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূসের সঙ্গে সভা করবেন তিনি। সেই সভায় ঠিক হতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনা।

বোর্ড প্রধান জানান বিশ্বকাপে এখনো তামিমকে অধিনায়ক ধরে রাখছেন তারা। তবে তার ফেরা নিয়ে যে আছে সংশয় তাও আড়াল করেননি, 'আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ সে দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি ফেরত আসে তামিম হবে, আর যদি ফেরত না আসে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখনো থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।'

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago