ছাড়পত্র পেলে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলবেন তাসকিনও
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ। ডাম্বুলা আউরা দল তাকে চেয়েছে। তাসকিনও এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী তবে তার আগে পেতে হবে বিসিবির ছাড়পত্র।
তাসকিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, 'আমি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার ডাক পেয়েছি।' যদিও জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি১০ লিগে ব্যস্ত থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির অনাপত্তিপত্র চাননি তিনি। তবে মৌখিকভাবে বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়ে রেখেছেন।
ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসও বিষয়টি নিশ্চিত করেছেন, 'আমরা জানতে পেরেছি তাসকিন একটা প্রস্তাব পেয়েছে। সে এখনো এনওসি চায়নি। সে আমাদের কাছে ওখানে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সে অনাপত্তিপত্র চাইলে আমরা আলাপ করব।'
তাসকিন খেললে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে তৃতীয় বাংলাদেশি হবেন। এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় গল টাইটান্স। ড্রাফট থেকে একই দল ভেড়ায় মোহাম্মদ মিঠুনকে।
আগামী ৩০ জুলাই থেকে শুরু হয়ে ২০ অগাস্ট পর্যন্ত চলবে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা নেই। তবে এশিয়া কাপ সামনে রেখে আছে প্রস্তুতি ক্যাম্প।
এর আগে আইপিএল ও পিএসএলের দল থেকে প্রস্তাব পেলেও জাতীয় দলের খেলা থাকায় যেতে পারেননি তাসকিন।
Comments