অস্ট্রেলিয়া ভ্রমণে এবার হাথুরুসিংহের তিক্ত অভিজ্ঞতা

Chandika Hathurusingha
ছবি: স্টার

অস্ট্রেলিয়ার একটি এয়ারলাইন্সে ভ্রমণ করে এবার তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আচমকা ফ্লাইট বাতিল হয়ে বিড়ম্বনায় পড়ার পাশাপাশি ব্যাগও হারিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে করে সম্প্রতি ছুটিতে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরছিলেন তিনি। শ্রীলঙ্কান এই কোচ পরিবার নিয়ে থিতু সেদেশেই। বাংলাদেশ দলের সঙ্গে কাজের সময় বাদ দিলে সেখানেই কাটে তার সময়। অস্ট্রেলিয়ার ছুটি কাটিয়ে আবার ৭ অগাস্টে কাজে যোগ দেওয়ার কথা তার। তবে সংক্ষিপ্ত এই ভ্রমণের মধ্যেই পড়লেন বিড়ম্বনায়।

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সে ভ্রমণ করতে গিয়ে যাত্রা কিছু সময় আগে তা বাতিল হয়ে যায়। পরের দিন ফ্লাইট দেওয়া হলেও সেটাও ছিল অনেক বিলম্বে। এরমধ্যে হারান ব্যাগ। এই টুইটে নিজের দুর্দশার কথা জানান এই কোচ,  'আমি ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সে তিক্ত অভিজ্ঞতার মাঝে পড়েছি। যাত্রার মাত্র ক'ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়ে যায়। বিকল্প কোন ব্যবস্থাও রাখা হয়নি ওইদিন। পরের দিন ফ্লাইট পেলেও সেটাও বিলম্ব হয়। ওই ফ্লাইট থেকে নেমে আমি আমার ব্যাগও হারিয়েছি।'

৩০ জুলাই থেকে এশিয়া কাপের জন্য ফিটনেস ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল, স্কিল ক্যাম্প শুরু ৮ অগাস্ট থেকে।  তার আগে পুরো দলই বর্তমানে আছে ছুটিতে। 

Comments

The Daily Star  | English

Trump says won't kill Iran's Khamenei 'for now' as Israel presses campaign

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago