সাকিব চেনা রূপে ফিরলেও হারল মন্ট্রিয়ল
আগের ম্যাচে বিবর্ণ থাকা সাকিব আল হাসান ফিরলেন চেনা রূপে। অসাধারণ কিছু না হলেও বল ও ব্যাটে হাতে তিনি রাখলেন রাখলেন কার্যকর ভূমিকা। তবে মাঝারি লক্ষ্য তাড়ায় হেরে গেল তার দল মন্ট্রিয়ল টাইগার্স।
বুধবার রাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ১৫ রানে হেরেছে মন্ট্রিয়ল। বোলিংয়ে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব। এরপর ব্যাটিংয়ে ২১ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৮ রানের ইনিংস খেলেন তিনি।
ব্রাম্পটনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৫ বল বাকি থাকতে ১২৮ রানে গুটিয়ে যায় মন্ট্রিয়ল। চলতি আসরে এটি তাদের প্রথম হার। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে।
ব্রাম্পটনের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে যান সাকিব। প্রথম ওভারে চার-ছক্কায় ১১ রান হজম করলেও শেষ বলে ওপেনার অ্যারন জনসনকে বোল্ড করেন তিনি। পাওয়ার প্লেতে আরও একটি ওভার করার সুযোগ মেলে তার। ওই ওভারে তিনি দেন ৭ রান।
সাকিব আবার আক্রমণে ফেরেন একাদশ ওভারে। কলিন ডি গ্র্যান্ডহোম ও মার্ক চ্যাপম্যানকে আটকে রেখে দেন মাত্র ২ রান। নিজের শেষ ও ইনিংসের ওভারেও আঁটসাঁট ছিলেন তিনি। খরচ করেন কেবল ৫ রান।
ব্রাম্পটনের লড়াইয়ের পুঁজি পাওয়ার পেছনে মূল কৃতিত্ব ডি গ্র্যান্ডহোমের। তিনি ৪০ বলে ৭ চার ও ১ ছয়ে খেলেন ৫৬ রানের ইনিংস। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি মন্ট্রিয়লের হয়ে আলো কাড়েন কার্লোস ব্র্যাথওয়েট ও সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার আয়ান আফজাল খান। দুজনই ২১ রানে পান ৪টি করে উইকেট।
মন্ট্রিয়লের ইনিংসের দ্বিতীয় ওভারেই মুহাম্মাদ ওয়াসিম ফিরলে ব্যাটিংয়ে যেতে হয় সাকিবকে। তার শুরুটা হয় আগ্রাসী ঢঙে। মুখোমুখি হওয়া প্রথম তিন বলেই তিনি টানা চার মারেন কানাডার বাঁহাতি স্পিনার শাহিদ আহমাদজাইকে। পরের ওভারে লোগান ফন বিককেও সীমানাছাড়া করেন তিনি।
আরেক ওপেনার ও অধিনায়ক ক্রিস লিন আউট হওয়ার পর কমে যায় সাকিবের রান তোলার গতি। অষ্টম ওভারে আহমাদজাইকে ছক্কায় উড়িয়ে ফের ডানা মেলার আভাস দেন তিনি। তবে এক বল পরই বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। তৃতীয় উইকেটে দিলপ্রিত সিংয়ের সঙ্গে ২৬ বলে ২৯ রানের জুটি গড়েন সাকিব, যা মন্ট্রিয়লের ইনিংসের সর্বোচ্চ।
সাকিবের বিদায়ের পর দিলপ্রিত ২০ বলে ২৪ ও দিপেন্দ্র সিং আইরি ২৪ বলে ২৮ রান করেন। ১০ রান করতে শেরফেন রাদারফোর্ডের লেগে যায় ১৬ বল। ফলে ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্য থেকে দূরে থামতে হয় মন্ট্রিয়লকে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখান সাকিব। তবে গত ম্যাচে হতাশ করেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর আউট হন ৮ বলে ১২ রান করে।
Comments