সাকিবের দলে খেলতে শ্রীলঙ্কায় গেলেন লিটন
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার কন্ডিশনে খেলার সুযোগ পেলেন লিটন দাসও। লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল টাইটান্সের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচে থাকবেন তিনি। একই দলে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২০ অগাস্ট পর্যন্ত লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে লিটনকে। শনিবার সকালের ফ্লাইটে তাই তিনি কলম্বো উড়ে গেছেন।
টুর্নামেন্টে গল টাইটান্সের ম্যাচ আছে আর দুটি। ১৩ ও ১৫ অগাস্ট ম্যাচ দুটি জিতলে অবশ্য তারা প্লে অফে যেতে পারে। প্লে অফে গেলে লিটন আরও কিছু ম্যাচ পাবেন।
লঙ্কান প্রিমিয়ার লিগে পাঁচ দলের মধ্যে চারদলই খেলবে প্লে অফে।
এবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন বেশ কজন বাংলাদেশের তারকা। সাকিবকে সরাসরি চুক্তিতে নেওয়ার পর প্লেয়ার্স ড্রাফট থেকে গল নিয়েছিল মোহাম্মদ মিঠুনকে। যদিও তিনি এখনো ম্যাচ পাননি।
এছাড়া এই ফ্র্যাঞ্চাইজি আসর খেলে এসেছেন তাওহিদ হৃদয়। পেসার শরিফুল ইসলাম কলম্বো স্টাইকার্স দলে থাকলেও এখনো একাদশে সুযোগ পাননি।
Comments