যে প্রক্রিয়া অনুসরণ করে আলো ছড়াচ্ছেন জয়সওয়াল

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার না মানা ঝড়ো ফিফটির পর নিজের চিন্তার জগত তুলে ধরেছেন তিনি।
Yashasvi Jaiswal

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আলো ছড়াচ্ছেন যশভি জয়সওয়াল। বাঁহাতি এই তরুণ টেস্টে দুর্দান্ত শুরুর পর টি-টোয়েন্টিতেও দেখালেন ঝলক। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার না মানা ঝড়ো ফিফটির পর নিজের চিন্তার জগত তুলে ধরেছেন তিনি।

শনিবার রাতে ফ্লোরিডায় চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা এনেছে ভারত। ক্যারিবিয়ানদের ১৭৮ রান শুভমান গিলকে নিয়ে অনেকটা পেরিয়ে যান জয়সওয়াল।

১৬৫ রানের উদ্বোধনী জুটির পর গিল (৪৭ বলে ৭৭) আউট হলেও জয়সওয়াল ৫১ বলে ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

দুই টেস্টের ক্যারিয়ারে ১ সেঞ্চুরি এক ফিফটি, টি-টোয়েন্টিতেও আলো ঝলমলে শুরু। ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে এসে ২১ পেরুনো তরুণ জানান তার ভাবনার কথা,  'আমি অনুভব করি আমি কেবল শুরু করেছি। আমাকে চালিয়ে যেতে হবে, ইনিংস তৈরি করতে হবে। আজ করতে পারায় খুশি। আমি কালকের জন্যও তৈরি আছি এটাও নিশ্চিত করি।'

খাওয়া, ঘুম, কার্যকর অনুশীলন আর সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন। জয়সওয়াল তার চলার পথের প্রক্রিয়া ঠিক করেছেন এভাবে। নিজেকে বোঝা এবং সেইভাবে জীবন পরিচালিত করে এগুতে চান সামনে,  'আমি সব সময় নিজেকে বলি আমার বিশ্বাস-ভরসা আছে এটা করে যাওয়ার। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে নিয়ম শৃঙ্খলার ভেতর থাকতে হবে। আমি ঠিকমতো খাই, ঠিকমতো ঘুমাই। কঠোর পরিশ্রম করি এবং সিনিয়রদের সঙ্গে কথা বলি। আমাদের দলে দুর্দান্ত কিছু সিনিয়র খেলোয়াড় আছে, যারা কিংবদন্তি। রোহিত ভাইয়া, বিরাট ভাইয়া, হার্দিক ভাইয়া এমনকি সুরিয়া ভাইয়া। তারা যেভাবে তাদের অভিজ্ঞতা মেলে ধরেন আমি সেখান থেকে শেখার চেষ্টা করি। তাদের যে বিস্তর অভিজ্ঞ বিভিন্ন পরিস্থিতি সামলানোর সেসব শুনি। এবং অবশ্যই রাহুল স্যারের সঙ্গে কথা বলি।'

২০২০ সালে যুব বিশ্বকাপে আলো কাড়েন জয়সওয়াল। সাম্প্রতিক ভারতের ঘরোয়া ক্রিকেটের সবগুলো আসরেই রানের বন্যা বইয়েছেন তিনি। অল্প বয়েসেই তাই জায়গা করে নিতে পেরেছেন তারকায় ভরা ভারতীয় দলে। তিনি জানেন সামনের পথ পেরুতে আসবে কঠিন চ্যালেঞ্জ। সেজন্য প্রক্রিয়া অনুসরণের কোন বিকল্প নেই,  'অভিজ্ঞতা আশেপাশেই আছে। কাজেই কথা বলে তথ্য নিতে হবে নিজের খেলাটাকে প্রকাশ করতে হবে। আমি আমার ফিটনেসের উপর অনেক জোর দেই। ডায়েট, রিকোভারি, ঘুম খুবই দরকারি। এসব প্রক্রিয়ার উপর আস্থা রেখেই ফল আসছে।'

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago