এই হারেও ভালো দিক দেখছেন হার্দিক

হার্দিক পান্ডিয়া

নিয়মিত তারকাদের অনেকেই ছিলেন না। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত খেলেছে ভিন্ন এক সেটআপ নিয়ে। তবু আইপিএল মাতানো তরুণ তারকাদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিততে না পারা বড় ব্যর্থতাই। হার্দিক অবশ্য এভাবে ভাবছেন না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ লক্ষ্য রেখে তার কাছে এ শেখার মঞ্চ।

রোববার রাতে ফ্লোরিডায় সিরিজ নির্ধারনী পঞ্চম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছে ভারত। আগে ব্যাট করে ভারতের করা ৯ উইকেটে ১৬৫ রান ১২ বল আগে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলকে জেতাতে ব্র্যান্ডন কিং ৫৫ বলে করেন ৮৫ রান, নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৭।

এদিন ব্যাটিংয়েই মূলত ভুগেছে ভারত। আগের ম্যাচের নায়ক দুই ওপেনার যশভি জয়সওয়াল আর শুভমান গিল পারেননি। মিডল অর্ডারেও নামে এক ধস। সূর্যকুমার যাদব ফিফটি করেও অধিনায়ক হার্দিক গুরুত্বপূর্ণ ফেইজে খেলেন ১৮ বলে ১৪ রানের মন্থর ইনিংস। 

ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে এসে অধিনায়ক হার্দিক সিরিজ নির্ধারনী ম্যাচ হারের পেছনে নিজের দায় স্বীকার করে নিয়েছেন, 'যখন আমি ক্রিজে আসি, আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। আমি পরিস্থিতির দাবি মেটাতে পারছিলাম না। আমি বিশ্বাস করি আমরা নিজেদের চ্যালেঞ্জ করব। ভালো করার চেষ্টা করব। বাইরে থেকে দেখলে ঠিকাছে। আমাদের খুব বেশি ব্যাখ্যার দরকার নেই।'

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই আসরে ভারতকে নেতৃত্ব দিতে পারেন হার্দিকই। এই সিরিজ হারলেও তাই আগামীর কথা ভেবে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন তিনি, 'ছেলেরা একটা গ্রুপ হয়ে আছে, আমাদের হাতে সমস্যা খুঁজে বের করার যথেষ্ট সময়ও আছে। হারা মাঝে মাঝে ভালো, ইতিবাচক দিক হচ্ছে আমরা অনেক কিছু শিখছি। ছেলেরা নিজেদের ধরণ দেখিয়েছে। তাদের কৃতিত্ব দেব। তারা নতুন কিছুর চেষ্টা করেছে, এটা ভালো দিক।'

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago