নিউজিল্যান্ডের বিপক্ষে সব ওয়ানডে মিরপুরে
বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর দুই দল খেলবে দুই টেস্ট। এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।
ওয়ানডে সিরিজ থেকে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে। সবগুলো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এরপরই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের পর হবে টেস্ট সিরিজ। বিশ্বকাপ শেষ করে ২১ নভেম্বর আবার ঢাকায় পা রাখবে কিউইরা। ২৩-২৪ নভেম্বর একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও টেস্ট দুটির ভেন্যু পরে জানানো হবে।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২১ সেপ্টেম্বর | প্রথম ওয়ানডে | মিরপুর |
২৩ সেপ্টেম্বর | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর |
২৬ সেপ্টেম্বর | তৃতীয় ওয়ানডে | মিরপুর |
২৮ নভেম্বর-২ ডিসেম্বর | প্রথম টেস্ট | পরে জানানো হবে |
৬ ডিসেম্বর- ১০ ডিসেম্বর | দ্বিতীয় টেস্ট | পরে জানানো হবে |
Comments