আইপিএলের এক আসর থেকেই আয় প্রায় ৩০০ মিলিয়ন ডলার

IPL

আইপিএল বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই'র অর্থনৈতিক কাঠামো। গত কয়েক বছর ধরেই টুর্নামেন্টটির একেক আসর ছাড়িয়ে যাচ্ছে আরেক আসর। বৃহস্পতিবার প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের আইপিএল থেকে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিসিসিআই।

বিসিসিআইকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাদের আয়ের অন্যতম বড় উৎস আইপিএল। টেলিভিশন ও ওটিটি সম্প্রচার সত্ত্ব, বিভিন্ন স্পন্সর মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি আসরটি বিসিসিআই'র জন্য সবচেয়ে লোভনীয়।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বিসিসিআই। যাতে দেখা যায় খরচ বাদ দিয়ে ২০২২ সালের আইপিএল থেকে উঠে এসেছে ২৯২ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের বছরগুলোর নথি অবশ্য প্রকাশ করেনি বিসিসিআই।

আয়ের এই অঙ্ক আগামীতে আরও বাড়তে থাকবে। কারণ ২০২৩-২৭ সালের আইপিএলের জন্য সম্প্রচার সত্ত্ব থেকে ৬.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে বিসিসিআই। কাজেই সামনের আইপিএলগুলো আয়ের দিক থেকে ছাড়িয়ে যাবে আগের সব হিসাব।

চলতি বছর মেয়েদের আইপিএলও শুরু করেছে ভারতীয় বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ফি ও মিডিয়া সত্ত্ব মিলিয়ে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় হয়েছে নতুন এই উদ্যোগ থেকে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago