'আমি সুস্থ হয়ে উঠছি এবং অনেক ভালো বোধ করছি'

সকাল বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ও সাবেক জিম্বাবুয়াইন ক্রিকেটার হিথ স্ট্রিকের মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম তো বটেই দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসে বিষয়টি। কিন্তু পরে জানা যায়, মারা যাননি স্ট্রিক। কেউ গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। তাতে বেশ বিস্মিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
স্ট্রিকের মৃত্যুর গুজব যখন ছড়িয়ে পড়ে তখন জিম্বাবুয়েতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন এই সাবেক ক্রিকেটার। এমন সংবাদে বেশ হতবাক হয়ে যান তিনি। পরে তিনি সুস্থ আছেন এবং ক্যান্সার থেকে সেরে উঠছেন জানিয়ে স্পোর্টস্টারকে বলেন, 'মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। আমি এখন ভালো আছি এবং ক্যান্সার থেকে সেরে উঠছি।'
'আমি বাড়িতে আছি এবং চিকিত্সার কারণে এখনও কিছুটা চাপ রয়েছে। তবে ভালো আছি। হঠাৎ আমি জানতে পারি যে লোকেরা আমার মৃত্যু সম্পর্কে কথা বলছে। কিন্তু এসব সঠিক ছিল না। আমি সুস্থ হয়ে উঠছি এবং অনেক ভালো বোধ করছি,' যোগ করে আরও বলেন স্ট্রিক।
সাবেক এই জিম্বাবুয়াইন ক্রিকেটার মৃত্যুর সংবাদ অনেকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বিভিন্ন ক্রিকেটারও জানিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন এক সময়ের সতীর্থ হেনরি ওলোঙ্গাও। পরে স্ট্রিকের সঙ্গে কথা বলে তিনি বেঁচে আছেন জানিয়ে নিজের পুরনো টুইট মুছে নতুন করে টুইট করেন। অন্যদিকে স্ট্রিকের বাড়িতে গিয়ে তার সঙ্গে ছবি তুলেছেন স্ট্রিকের আরেক সাবেক সতীর্থ রেমন্ড প্রাইস।
গত মে মাসে কোলন ও লিভারের ক্যান্সার ধরা পড়ে স্ট্রিকের। জানা গেছে তখন থেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে আছেন স্ট্রিক। কারণ কোলন ও লিভারের ক্যান্সার পৌঁছে গিয়েছিল চতুর্থ স্তরে। যে কারণেই দ্রুত তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে চারদিকে।
Comments