বিশ্বকাপ শেষেই ওয়ানডেকে বিদায় জানাবেন ডি কক
বছর দুই আগে টেস্ট ক্রিকেট ছেড়েছেন কুইন্টন ডি কক। এবার ওয়ানডে সংস্করণ থেকেও বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ শেষে তাকে আর দেখা যাবে ওয়ানডেতে। আন্তর্জাতিক অঙ্গনে কেবল টি-টোয়েন্টিতেই খেলবেন এই প্রোটিয়া তারকা।
বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন ডি কক। তার অবসরের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ইনোচ এনকেউই বলেছেন, 'দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অসাধারণ একজন সেবক কুইন্টন ডি কক। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দলের জন্য মঞ্চ তৈরি করে দিতেন। অনেক বছর ধরেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।'
হুট করে বিদায় জানানোর কারণ ব্যাখ্যা করে এই বোর্ড পরিচালক আরও বলেছেন, 'আমরা তার ওয়ানডে থেকে সরে যাওয়ার কারণ বুঝতে পারছি। তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকমনা। তাকে প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে দেখতে মুখিয়ে আছি।'
এদিন বিশ্বকাপের জন্য দল ঘোষণার পর ডি ককের অবসরের ঘোষণার বিষয়টি সামাজিকমাধ্যম টুইটারে জানিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড লিখেছে, 'ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষে কুইন্টন ডি কক ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।'
২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর ১০ বছরের ক্যারিয়ার শেষে মাত্র ৩০ বছর বয়সে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১৪০ ওয়ানডে খেলেছেন তিনি। সেখানে ৪৪.৮৫ গড়ে করেছেন ৫৯৬৬ রান। এই সংস্করণে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৯টি হাফ সেঞ্চুরি।
Comments