ক্রিকেট

বাংলাদেশের সাবেক ওপেনার এখন কানাডার পুলিশ কর্মকর্তা

বাঁহাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই খবর।
মেহরাব হোসেন জুনিয়র
ছবি: সংগ্রহ

বাংলাদেশের জার্সিতে তিন সংস্করণেই খেলেছেন মেহরাব হোসেন জুনিয়র। কিন্তু একদমই থিতু হতে পারেননি। ২২ বছর বয়েসেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সুবিধা করতে পারেননি ঘরোয়া ক্রিকেটেও। সেই মেহরাব এখন আলোচনায় এসেছেন কানাডা পুলিশ বিভাগে যোগ দিয়ে।

বাঁহাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই খবর।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহরাবের। এর আগে দেশের ক্রিকেটে আরেকজন মেহরাব (মেহরাব হোসেন অপি) থাকায় তার নামের শেষে যোগ হয় জুনিয়র।  অভিষেকের পর ২০০৯ পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে মাত্র ১৭.২৬ গড়ে তিনি করেন ২৭৬ রান। বেশ মন্থর খেলতেন তিনি। তার স্ট্রাইকরেট ছিল ৪২.৯৯।

খেলার ধরণের কারণে টেস্টে তার সম্ভাবনা দেখা হচ্ছিল। কিন্তু ৭ টেস্ট খেলে ২০.২৫ গড়ে করতে পারেন ২৪২ রান। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আছে তার দুইটা ফিফটি।  দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন মেহরাব। সেখানেও সুবিধা করতে পারেননি।

খেলা ছাড়ার পর ধারাভাষ্যে কিছুদিন দেখা গিয়েছিল তাকে। ধারাভাষ্যে সম্ভাবনা থাকলেও মেহরাব চলে যান কানাডায়। সেই দেশেই থিতু হয়ে মিশে যান মূল স্রোতে। এবার দেশটির পুলিশ বিভাগেও দেখা গেল সাবেক এই ক্রিকেটারকে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago