জেসনের রেকর্ড ভেঙে তার কাছে ক্ষমা চেয়েছেন স্টোকস
অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন এই নিউজিল্যান্ড সিরিজ দিয়েই। আর ফিরেই চূড়ায় উঠেছেন বেন স্টোকস। ইংলিশদের হয়ে এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের মালিক এখন এই অলরাউন্ডার। ভেঙে দিয়েছেন জেসন রয়ের রেকর্ড। আর রেকর্ড ভেঙে সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন স্টোকস।
ওভালে বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮১ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ৪৮.১ ওভার ব্যাট করে ৩৬৮ রানে অলআউট হয় তারা। জবাবে ১৩ ওভার বাকি থাকতে ১৮৭ রানের গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
ইংলিশদের এই জয়ের মূল নায়কই ছিলেন ৩২ বছর বয়সী স্টোকস। খেলেছেন ১৮২ রানের বিস্ফোরক ইনিংস। তার সামনে অসহায় ছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। প্রায় তিন ঘণ্টা ক্রিজে থেকে তিনি মোকাবিলা করেন ১২৪ বল। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ৯টি ছক্কা।
৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন জেসন রয়। ২০১৯ সালের জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান করেছিলেন তিনি। সেদিন ১৫১ বলের আগ্রাসী ইনিংসে তিনি মেরেছিলেন ১৬টি চার ও ৫টি ছয়।
অথচ ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস গত বছর আচমকা এই সংস্করণকে বিদায় বলে দিয়েছিলেন। আরেকটি বিশ্বকাপ সামনে রেখে টিম ম্যানেজমেন্টের ডাকে সাড়া দিয়ে গত মাসে অবসর ভাঙার সিদ্ধান্ত নেন তিনি। কিউইদের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই মাঠে ফিরেছেন ৩২ বছর বয়সী তারকা।
স্টোকস যখন চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে নতুন রেকর্ড গড়েন তখন ডাগআউটে বসেই তার ইনিংস খেলেছেন জেসন। আউট হওয়ার পর সতীর্থের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন এই অলরাউন্ডার। ম্যাচ শেষে এ প্রসঙ্গে বলেন, 'একটা বিরতির পর দলে ফিরে আসা, এটা সত্যিই দারুণ প্রত্যাবর্তন। এবং দলকে সাহায্য করতে পারাও। তার (জেসন রয়ের) রেকর্ড ভেঙে আমি তার কাছে ক্ষমা চেয়েছি।'
এমন ফেরার পর নিজেও দারুণ বোধ করছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার, 'আমি অনেক ভালো বোধ করছি, টেস্ট ম্যাচগুলো একটু দীর্ঘ তবে ওয়ানডে অবশ্যই তেমন কোনো চাহিদার নেয়।'
Comments