কোথায় ঘাটতি বোঝার চেষ্টা করছেন লিটন
শেষ বছর চারেক দারুণ কেটেছে লিটন দাসের। বিশ্বকাপে তাকে নিয়ে তাই দারুণ প্রত্যাশা দলের। কিন্তু বিশ্বকাপ কাছে আসতেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার। মাঝে মাঝে ইনিংসে শুরু পাচ্ছেন কিন্তু টানতে পারছেন না, আবার মাঝে মাঝে শুরুতেই কাবু হচ্ছেন। এই সংকটের পেছনে ঘাটতি কোথায় তা খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি।
২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান লিটনের। এই সময় ৪৩ ম্যাচ খেলে ৩৯.৬৮ গড়ে ১ হাজার ৫০৮ রান করেছেন, ৮৭.৬২ স্ট্রাইকরেটে। সমান ম্যাচে মুশফিকুর রহিম করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭৯ রান।
এই পরিসংখ্যানের ধারা ধাক্কা খেয়েছে সর্বশেষ ১০ ম্যাচে। এই সময়ে স্রেফ ২৮. ৬২ গড় ও ৯২.৩৩ স্ট্রাইকরেটে ২২৯ রান আসে তার ব্যাটে। ফিফটি করেন দুটি। শূন্য রানে আউট হয়েছেন দুবার।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ তাই লিটনের জন্য ছন্দে ফেরার বড় পরীক্ষা। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লিটন জানান ঘাটতি খুঁজে বের করতে চেষ্টা চলছে তার, 'আমি চেষ্টা করছি (সমস্যা খুঁজে বের করার), অনুশীলন করছি, কীভাবে খুঁজে বের করা করা যায়। আশা করছি তাড়াতাড়ি ফিরে আসতে পারব (ছন্দে)।'
রান না পেলে যেকোনো বড় ব্যাটারেরই আত্মবিশ্বাস নড়ে যায়। লিটন অবশ্য আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন না, 'আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।'
রান না পাওয়ায় ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ট্রল। আগে যেসব জিনিসে পীড়িত হতেন এবার সেসব দেখারই সময় নেই বলে জানান তিনি, 'এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।'
Comments