থেমেছে বৃষ্টি, ফের খেলা শুরু
বৃষ্টির বাগড়ার পর আবারও শুরু হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টায় ফের মাঠে গড়ায় ম্যাচটি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দেওয়ায় কমে এসেছে ম্যাচের পরিধি। মাঠ পরিদর্শন শেষে আট ওভার কেটে ৪২ ওভারে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
এদিন কিউইদের ইনিংসের ৪.৩ ওভার খেলা মাঠে গড়ানোর পরই মুষলধারে শুরু হয়েছিল বৃষ্টি। যে কারণে বন্ধ ছিল খেলা। তখন পর্যন্ত ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তোলে নিউজিল্যান্ড। উইল ইয়ং ৩ ও ফিন অ্যালেন ৫ রানে ব্যাটিং করছেন।
এদিন অবশ্য টস অনুষ্ঠিত হওয়ার ঠিক পরপরই এক পলশা বৃষ্টি হয়। তবে দ্রুতই থেমে যাওয়ায় নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ম্যাচটি। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের এ সময়ে বৃষ্টির সম্ভাবনা ছিল ৩৬ শতাংশ। শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় পড়ে খেলা।
Comments