শেষ ওয়ানডের স্কোয়াডে খালেদ ও আফিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে যুক্ত করা হয়েছে।
Khaled Ahmed & Afif Hossain

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে যুক্ত করা হয়েছে। তাদের নিয়ে স্কোয়াডের সদস্য এখন ১৫ জন।

এর আগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শেষ ওয়ানডের জন্য ১৪ জনের দল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ তাতে বাদ পড়েছিলেন। তাসকিন আহমেদ কিছুটা অসুস্থ থাকায় তাকে ফিরিয়ে আনা হয়েছে।

আফিফ হোসেন এসেছেন অনেকটা চমক হিসেবে। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর দলে জায়গা হারিয়েছিলেন তিনি। আবার তাকে নেওয়া হয়েছে বিবেচনায়। যদিও তার দলে ফেরাও আরেকজনের চোটে। নির্বাচক হাবিবুল বাশার সুমন দ্য ডেইলি স্টারকে জানান, 'আজ অনুশীলনে মিরাজের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি দেখা দেয়। ঝুঁকি না নিয়ে তাই আফিফকে আনা হয়েছে।'

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন এই ম্যাচ দিয়ে ফেরার পথে ছিলেন। কিন্তু পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আপাতত তাকে বিশ্রামে পাঠিয়েছেন চিকিৎসকরা। তাসকিন ছিটকে পড়ায় খালেদই ছিলেন সেরা বিকল্প। আগের ম্যাচে কিউইদের বিপক্ষে জুতসই বল করে ৩ উইকেট নেন তিনি। 

ব্যাটার কারো সমস্যা না থাকলেও আফিফকে নেওয়া হয়েছে। গত এশিয়া কাপে প্রত্যাশিত পারফর্ম না করায় নির্বাচকরা তাকে বাদ দিয়েছিলেন। দুই ম্যাচ পরই ফিরে এলেন বাঁহাতি ব্যাটার। আফিফের একাদশে সুযোগ মিলবে কিনা তা অবশ্য কৌতূহলের। 

মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি জিতে এরমধ্যে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা। এদিকে এদিনই ঘোষণা করার কথা বিশ্বকাপ দল। খেলার পরে সেটা করা হলে তাতে প্রভাব পড়া অস্বাভাবিক নয়। 

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

28m ago