এবার শ্রীলঙ্কায় হতে যাচ্ছে টি-টেন লিগ

ছবি: আইসিসি

আন্তর্জাতিক অঙ্গনে এখনও প্রবেশাধিকার মেলেনি টি-টেন সংস্করণের। তবে ঘরোয়া পর্যায়ে ডালপালা মেলেই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্ট। আইসিসির দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন লিগ।

শুক্রবার দিনক্ষণ চূড়ান্ত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। শেষ হবে ২৩ ডিসেম্বর। তার আগে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। অংশ নেবে ছয়টি ফ্র‍্যাঞ্চাইজি। টুর্নামেন্টের পুরোটাই হবে কলম্বো শহরে।

টি-টেনের এই আসরের পরিচালনায় এসএলসির সঙ্গে থাকবে টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ, যাদের অধীনে আবুধাবি টি-টেন লিগ ও জিম-আফ্রো টি-টেন লিগ আয়োজিত হয়। সাবেক ক্রিকেটারদের নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার টি-টেন লিগও আয়োজন করেছিল। প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশে— জিম্বাবুয়েতে টি-টেন লিগের আয়োজনও করে তারা।

চলতি বছরই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয় জিম-আফ্রো টি-টেন নামের ফ্র‍্যাঞ্চাইজি লিগ। সেখানে খেলেছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। হারারে হারিকেনসের হয়ে নজরকাড়া পারফর্ম করেছিলেন ডানহাতি পেসার তাসকিন।

বাংলাদেশে টি-টেন লিগ এখনও আয়োজিত না হলেও এই সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে অনেকেরই। সাকিব আল হাসান থেকে শুরু করে আফিফ হোসেন, নাসির হোসেন, মুক্তার আলীরা খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন টুর্নামেন্টে।

Comments