২০২৪ আইপিএলে খেলবেন না স্টোকস

২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ার্কলোড সামলাতে এবং ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্টোকসের দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

বিবৃতিতে স্টোকসের এই সিদ্ধান্তকে সমর্থন করে আগামী আইপিএলে এই অলরাউন্ডার তাদের অংশ নন বলে জানিয়েছে ক্লাবটি। তবে তাকে ছেড়ে দিবে কি-না তা জানায়নি ক্লাবটি।

গতবারের নিলামে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে স্টোকসকে কেনে চেন্নাই। তবে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন গত আসরে। হাঁটুর চোটের কারণে বাইরেই থাকতে হয়েছে তাকে।

আইপিএলের আগামী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার তালিকা জমা আগামী রোববারের মধ্যে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। স্টোকসকে ছেড়ে দিলে ১৬ কোটি ২৫ লাখ রুপি কাজে লাগাতে পারবে আগামী নিলামে। ধরে রাখলে ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগেও তাকে ধরে রাখতে পারবে।

অবসর ভেঙে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন স্টোকস। তবে শুরুতে হাঁটুর চোটে ভুগে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু ম্যাচ। পরে ফিরলেও শতভাগ ফিট ছিলেন না। কেবল ব্যাটার হিসেবে খেলেছেন। বিশকাপ শেষেই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে জানিয়েছিলেন। এরপর ফেরার ব্যাপারে ইসিবির সঙ্গে আলোচনা সিদ্ধান্ত নেবেন তিনি।

আগামী ২৫ জানুয়ারি হায়দারাবাদে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে টেস্টে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। সে সিরিজের আগেই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন স্টোকস।

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago