আইপিএলের নিলামে আগ্রহের কেন্দ্রে থাকবেন হেড

Travis Head

বিশ্বকাপ ফাইনালে তোলপাড় করা সেঞ্চুরি দিয়ে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন ট্রেভিস হেড। তার অমন পারফরম্যান্সের প্রভাব পড়তে পারে মাসখানেক পর হতে যাওয়া আইপিএলের নিলামে। হেডকে পেতে অনেক দলই যে তুমুল লড়াই করবে সেই ইঙ্গিত মিলছে এখনই।

দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং তো আগের আসরেই হেডকে পেতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের জন্য হেড আইপিএলের মাঝে তিন সপ্তাহ ব্যস্ত থাকায় হয়ে উঠেনি। এবার হেডকে দলে নিতে দিল্লি যে সব রকম চেষ্টাই চালাবে পন্টিংয়ের কথায় আভাস মিলেছে।

ক্যাপিটালস কোচ পন্টিং জানান, হেডও এবার আইপিএলের সময়টাই নিজেকে রেখেছেন ফাঁকা,   'এ বছর কোনও দলে যোগ দিতে চেষ্টা করছে হেড। গতবার বিয়ে না থাকলে বড় অঙ্কের চুক্তি পেয়ে যেত। আইপিএলের আসরের মাঝেই ওর বিয়ের তারিখ পড়ে যায়, দুর্ভাগ্যবশত ইচ্ছা থাকার পরও তাকে নিতে পারিনি, তিন সপ্তাহ খেলতে পারবে না জেনে মালিলপক্ষ তখন রাজি হয়নি ঝুঁকি নিতে।'

এবার দিল্লি আগেভাগেই আগ্রহ জানিয়ে দিয়েছে, বাকি দলগুলোও এই লড়াইয়ে নামবে তা অনুমেয়। নিলামে শেষ পর্যন্ত হেডকে নিয়ে হতে পারে কাড়াকাড়ি।

হাতের চোটের জন্য হেডের এবার বিশ্বকাপ খেলাই ছিল অনিশ্চিত। চোট কাটিয়ে ফেরার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে আগ্রাসী মেজাজে করেন সেঞ্চুরি। ফাইনাল মঞ্চ রাঙান আরও বড় করে। রান তাড়ায় দলের চাপের মাঝে স্বাগতিক দর্শকদের হতাশ করে দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন বানান হেড। আইপিএলের ফ্যাঞ্চাইজিগুলোর তার উপর নজর পড়া তাই স্বাভাবিক।

Comments