‘সবাই মাউন্ট মঙ্গানুইয়ের কথা বলছেন কেন?’

সাদা পোশাকে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে বাংলাদেশের মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক জয়ের কথা তো আসবে আপনা-আপনিই। চান্ডিকা হাথুরুসিংহে যদিও ওই ম্যাচেই পড়ে থাকতে চান না। কিউইদের বিপক্ষে ৮ উইকেটে জয়ের সে ম্যাচের প্রসঙ্গে বরং একটু বিরক্তই হলেন যেন। ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশের প্রধান কোচ বলছেন, পিচ তাদের জন্যও অজানা।
মাউন্ট মঙ্গানুই ও সিলেটের কন্ডিশনে তফাত আছে। সিলেটের উইকেট ও কন্ডিশন নিয়ে এ পর্যন্ত কি খুশি? রবিবার ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরু এই প্রশ্নের উত্তরে বলেন, 'আপনারা সবাই মাউন্ট মঙ্গানুইয়ের কথা বলছেন, কেন? কতদিন আগের সেটা? ওইটা আরেক দেশ, আর এখানে পুরো ভিন্ন খেলা। আর হ্যাঁ, আমরা এখানে (সিলেটে) অত বেশি টেস্ট ম্যাচ খেলিনি। একটি টেস্ট আমার মনে হয়। তো এটা আমাদের জন্যও নতুন।'
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র টেস্টটি জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল ২০১৮ সালে। সেই টেস্টে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ। পিচের আচরণ বুঝতে ফিরে তাকানোর জন্য বেশি ম্যাচ পাচ্ছেন না তাই। সে কারণেই হাথুরুর কাছেও সিলেটের উইকেট কিছুটা অজানা, 'আমরা জানিনা উইকেট কীভাবে আচরণ করতে পারে। কারণ আমাদের কাছে ইতিহাস নেই। তো আমাদের চোখের সামনে যা আছে তার উপরই ভরসা করতে হবে। এটা এই মুহূর্তে অজানাই।'
বিশ্বকাপের পরপরই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের সময়েই হয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট। লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারলো কি না বাংলাদেশ, সে প্রশ্নের উত্তর মিলবে মাঠে। তবে হাথুরু মনে করছেন যথেষ্ট প্রস্তুতি নিতে পেরেছেন নাজমুল হাসান শান্তর দল, 'যারা বিশ্বকাপে খেলেছে তাদের জন্য আমরা এনসিএলের (জাতীয় ক্রিকেট লিগ) ম্যাচগুলো ব্যবহার করেছি, তারা এসে এনসিএলের শেষ রাউন্ড খেলেছে প্রস্তুতির জন্য। বেশিরভাগ ব্যাটাররা সেই সুযোগের ভালো ব্যবহার করেছে। আর বাকিদের মধ্যে বেশিরভাগ আগে থেকেই এনসিএল খেলার মধ্যেই ছিল। এটা প্রায় নতুন চেহারার বাংলাদেশ দল নানা কারণেই। আমি মনে করি, আমরা প্রস্তুত আছি। এবং আমি এই টেস্ট সিরিজের জন্য মুখিয়ে আছি।'
Comments