‘ক্রিকেটাররা মানুষ, রোবট নয়’

বিশ্বকাপ ফাইনাল খেলার চারদিন পরই শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের স্কোয়াডে ছিলেন আবার বিশ্বকাপ স্কোয়াডের সাতজন। এমন অবস্থায় ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হারে অস্ট্রেলিয়া। বিশ্রামে থাকা প্যাট কামিন্স এই সিরিজের ফল নিয়ে আলোচনায় কিছুটা হতাশার স্বরে বলেছেন, ক্রিকেটাররা তো রোবট নয়।
বিশ্বকাপের পর পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আগেই নির্ধারিত ছিল অস্ট্রেলিয়ার। দুই দলই ফাইনালে উঠলে সিরিজটি খেলার মাঝে সময় ছিলো কম। ভারত তাদের নিয়মিত বেশিরভাগ তারকাদের বিশ্রাম দিয়ে ভিন্ন দল দিলেও অজিরা বিশ্বকাপ স্কোয়াডের সাতজনকে রেখে দেয়।
তাদের নিয়ে প্রথম দুই ম্যাচ হারের পর মঙ্গলবার তৃতীয়টি খেলছে তারা। এই ম্যাচে নামার আগেই অবশ্য জানা গেছে, বিশ্বকাপে স্কোয়াডের সাতজনের মধ্যে ছয়জন ফিরে যাবেন দেশে। শেষ দুই ম্যাচ খেলতে দলে যোগ হচ্ছেন বেন ম্যাকডারমট, জস ফিলিপ আর ক্রিস গ্রিন।
সিডনিতে শেফিল্ড শিল্ডের ম্যাচের মাঝে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোসেশনের সময় কামিন্সের কাছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যায় প্রশ্ন।
ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার নিয়ে ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করাতে চান না কামিন্স। ঠাসা সূচি, টানা খেলার ধকলকে বরং কারণ হিসেবে সামনে এনেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, 'তারা তো মানুষ, রোবট নয়। বিশ্বকাপে নিজেদের নিংড়ে দেওয়ার কদিনের মধ্যেই খেলতে নেমে শতভাগ দিতে না পারলে অখুশি হবো না।'
গুরুত্বের বিচারে টি-টোয়েন্টি সিরিজ পেছনের দিকে থাকলেও এসব থেকে প্রাপ্তির জায়গা দেখছেন তিনি, 'তবু এসব অস্ট্রেলিয়ারই ম্যাচ। কয়েকজন তরুণ খেলবে যারা প্রথম একাদশে আসে না। তাদের মেলে ধরার সুযোগ। এগুলো থেকে প্রাপ্তি আছে।'
Comments