অনুশীলনে চোট পেলেন নাঈম
সিলেট টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অফ স্পিনার নাঈম হাসান চোট পেয়েছেন। ডানহাতের তর্জনি আঙুলে চোটের পর আর অনুশীলন করতে দেখা যায়নি তাকে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে বল লাগে নাঈমের। সেখান থেকে রক্তও ঝরতে থাকে। এরপর তাকে বরফ লাগাতে দেখা যায়। পরে আর তিনি অনুশীলন চালাননি।
নাঈমের চোটের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আপাতত পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যথার উপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট পান নাঈম। তবে এই অফ স্পিনারের বলে অনেকগুলো সুযোগ তৈরি হয়। ক্যাচ না ফসকালে উইকেটের সংখ্যা বেশি হতে পারত।
নাঈমের বোলিং যে দলের জন্য ভীষণ কার্যকর ছিলো তা এদিন সকালে সংবাদ সম্মেলনে জানান প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, 'সে জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।'
Comments