টস জিতে অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিলেটের মতো ঢাকাতেও টস ভাগ্য পক্ষে এলো বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আবারও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুশায়ায় ঢাকা সকালেও আগে ব্যাট করার পেছনে উইকেটের চিন্তা মাথায় থাকা স্বাভাবিক। মিরপুরের স্পিন বান্ধব উইকেটে রান তাড়া হয় ভীষণ কঠিন। সেই ঝুঁকিতে না গিয়ে শুরুর চ্যালেঞ্জ নিচ্ছে স্বাগতিকরা। সিরিজ জেতার মিশনে একাদশে কোন বদল আনেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড লেগ স্পিনার ইশ সোধিকে বসিয়ে মিচেল স্যান্টনারকে খেলাচ্ছে।
নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট খেলে ৪৫.৬৩ গড়ে স্রেফ ৪১ উইকেট স্যান্টনারের। বাঁহাতি স্পিনার মূলত কিউইদের সাদা বলের নিয়মিত মুখ। তবে সিলেট টেস্টে সোধির পারফরম্যান্স প্রত্যাশা না মেটানোয় তাকে খেলাচ্ছে তারা। বাংলাদেশ বদলের কোন প্রয়োজন দেখেনি। তিন স্পিনার আর একমাত্র পেসার নিয়েই নেমেছেন শান্তরা।
সিলেটে প্রথম টেস্ট বাংলাদেশ জেতে ১৫০ রানের বড় ব্যবধানে। মিরপুরে অন্তত ড্র করলেও প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে লাল সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, এজাজ প্যাটেল।
Comments