মিরপুর টেস্ট

নাঈমের জোড়া আঘাতে বাংলাদেশের দাপট

বৃষ্টি বিলম্বে খেলা শুরুর পর গ্লেন ফিলিপস-ড্যারেল মিচেল মিলে দ্রুত কিছু রান বাড়াচ্ছিলেন। ঘূর্ণি উইকেটে তাতে চিন্তাও বাড়ছিল বাংলাদেশের। তবে দ্রুত জুটি ভেঙে ম্যাচে নিচেদের প্রভাব বহাল রেখেছে বাংলাদেশ।
Nayeem Hasan
উইকেট নিয়ে নাঈম হাসানের উদযাপন। ছবি: ফিরোজ আহমেদ

বৃষ্টি বিলম্বে খেলা শুরুর পর গ্লেন ফিলিপস-ড্যারেল মিচেল মিলে দ্রুত কিছু রান বাড়াচ্ছিলেন। ঘূর্ণি উইকেটে তাতে চিন্তাও বাড়ছিল বাংলাদেশের। তবে দ্রুত জুটি ভেঙে ম্যাচে নিচেদের প্রভাব বহাল রেখেছে বাংলাদেশ।

লম্বা অপেক্ষার পর খেলা শুরু হলে আগ্রাসী অ্যাপ্রোচ নিয়ে নামে নিউজিল্যান্ড। ক্রিজে পড়ে থাকার চেয়ে মেরে খেলে রান বাড়ানোয় মন দেন কিউই ব্যাটাররা। তাতে কিছু সফলতাও আসে। বেশ কিছু বাউন্ডারি, ওভার বাউন্ডারি বেরিয়ে যায়। তবে নাঈম হাসান বল করতে এসে পর পর দুই উইকেট নিয়ে বাংলাদেশের দাপট জারি রেখেছেন ম্যাচে।

৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরুর পর গ্লেন ফিলিপসকে নিয়ে রানের চাকা সচল রাখেন ড্যারেল মিচেল। ফিলিপসই ছিলেন বেশি আগ্রাসী। তার সঙ্গে তাল মিলিয়ে রান বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনেন মিচেল। নাঈমের বলে তুলে মারতে গিয়েছিলেন, পুরো ব্যাটে পাননি। লং অন থেকে অনেকটা ছুটে দারুণ ক্যাচ হাতে জমান মেহেদী হাসান মিরাজ।

মিচেল ১৮ করে ফিরলে ভাঙে ৪৯ রানের জুটি। ৪৯ রানের মধ্যে ৪০ রানই আসে এদিন। মিচেল স্যান্টনার ব্যাট করতে জানেন, টেস্টে তার সেঞ্চুরিও আছে। তবে মিরপুরের ঘূর্ণি উইকেটের ভাষা বুঝতে পারেননি তিনি। নাঈমের বলে স্লিপে সহজ ক্যাচে থেমে তার বিদায় ১ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১০৩। বাংলাদেশ থেকে এখনো তারা পিছিয়ে ৬৯ রানে।

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

4h ago