নিউজিল্যান্ড সফরে দুইভাগে যাবে টাইগাররা

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে শনিবার রাতে প্রথম গ্রুপটির খেলোয়াড়রা রওনা দেবে।
ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুটি পৃথক গ্রুপে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ ডিসেম্বর প্রথম গ্রুপ এবং ১১ ডিসেম্বর বাকি সদস্যরা রওনা হবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত চলমান মিরপুর টেস্টে দলের পাঁচ খেলোয়াড় সাদা বলের দলে থাকায় দুই ভাগে বিভক্ত হয়ে যেতে হচ্ছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে প্রথম দলটির খেলোয়াড়রা উঠবে। আর চলমান টেস্টের অংশ নেওয়া পাঁচজন খেলোয়াড় নিয়ে গঠিত দ্বিতীয় গ্রুপটি টেস্টের নির্ধারিত পঞ্চম দিনের পর সোমবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে উভয় সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এই দলে ফিরেছেন অলরাউন্ডার সৌম্য সরকার। ডাক পেয়েছেন ব্যাটার আফিফ হোসেনও।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৭ ডিসেম্বর নেপিয়ারে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Comments