মিরপুর টেস্ট

স্পিনারদের তোপে অল্প পুঁজি নিয়েও জয়ের হাতছানি বাংলাদেশের

ছবি: ফিরোজ আহমেদ

পুঁজি মামুলি, তবে উইকেট স্পিনারদের স্বর্গ হওয়ায় এই পুঁজি নিয়েই যে জেতা সম্ভব সেই আভাস দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের একের পর এক উইকেট তুলে নিয়ে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা দেখাচ্ছেন দাপট।

১৩৭ রানের লক্ষ্যে নেমে শুরুতে স্পিন নয়, পেসের ঝাঁজে পড়ে কিউইরা। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের একটা বল যাচ্ছিল গড়িয়ে, আরেক বল উঠছিল লাফিয়ে।

লাঞ্চের আগে তিন ওভার টিকে গেলেও ডেভন কনওয়ে লাঞ্চের পর আর শরিফুলকে সামলাতে পারেননি, ভেতরে ঢোকা বলে হন এলবিডব্লিউ। পঞ্চম ওভারে ১৫ বলে ২ রান করে বিদায় নেন বাঁহাতি ওপেনার।

এরপর কেইন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান আরেক ওপেনার টম ল্যাথাম। উইলিয়ামসন দুই চারে ভালো কিছুর আভাস দিলেও আউট হন আনপ্লেয়বল এক বলে। তাইজুল ইসলামের আচমকা লাফানো বলে পা বেরিয়ে গেলে স্টাম্পিং হন নুরুল হাসান সোহানের তৎপরতায়।

ল্যাথাম এক পাশে রান বাড়ালেও পুরো সিরিজে ম্রিয়মান হেনরি নিকোলস মিরাজকে সামলাতে পারেননি। মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে থামেন থিতু হওয়া ল্যাথামও (২৬)। বাজে ছন্দে থাকা কিপার ব্যাটার টম ব্লান্ডেল তাইজুলের লাফানো বলে কিপারের হাতে ধরা দিলে ৫১ রানে ৫ উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago