সূর্যর সেঞ্চুরির পর কুলদিপের ঘূর্ণিতে বিধ্বস্ত দ. আফ্রিকা

শেষ ম্যাচে বড় জয় তুলে সিরিজে সমতা আনল ভারত

উইকেটে নেমেই ঝড় তুলতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তারসঙ্গে জ্বলে ওঠেন যশস্বী জয়সওয়ালও। তাতে প্রোটিয়াদের বড় লক্ষ্যই ছুঁড়ে দেয় ভারত। সে লক্ষ্য তাড়ায় কুলদিপ যাদবের ঘূর্ণিতে তালগোল পাকিয়ে ফেলে স্বাগতিকরা। দলের তেমন কোনো ব্যাটারই দায়িত্ব নিতে ব্যর্থ হলে বড় ব্যবধানেই হারে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করেন তারা। জবাবে ১৩.৫ বলে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দলটি। ফলে ১-১ ব্যবধানে সিরিজে সমতা আনল ভারত।

এদিন সফরকারীদের জয়ের মূল নায়কই ছিলেন অধিনায়ক সূর্য। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সংক্ষিপ্ত সংস্করণের সেরা এই ব্যাটার। নিজের ইনিংস সাজিয়েছেন ৮টি ছক্কা ও ৭টি চারে। তবে সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই আউট হন সূর্য। ততক্ষণে অবশ্য শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যায় ভারতের ইনিংস।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা তেমন ভালো হয়নি তাদের। কেশভ মহারাজের ঘূর্ণিতে ব্যক্তিগত ৮ রানে ফিরে যান ওপেনার শুবমান গিল। পরের বলে খালি হাতে তিলক ভার্মাকেও ফেরান মহারাজ। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সূর্যর দল।

তবে প্রথম ৩ ওভার বাদ দিলে বাকি সময়টা ভারতেরই। এরপর জয়সওয়ালকে নিয়ে দলের হাল ধরেন সূর্যকুমার। দুইজনে মিলে তাণ্ডব শুরু করেন। তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেন এ দুই ব্যাটার।  ৩৪ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন জয়সওয়াল। শেষ পর্যন্ত ৩টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৪১ বলে ৬০ রান করে আউট হন এই ভারতীয় ওপেনার।

অন্যদিকে শুরু থেকেই চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে তাণ্ডব চালাতে থাকেন অধিনায়ক। ৩২ বলে পৌঁছে যান অর্ধশতরানে। আর পরের ৫০ রান করেন মাত্র ২৩ বলে। ফলে ইনিংসের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত বড় পুঁজিই পায় ভারত। এদিন অবশ্য জ্বলে উঠতে পারেননি রিঙ্কু সিং। ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যান তিনি।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। কুলদিপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিন সামলাতেই হিমশিম খেয়ে যায় প্রোটিয়ারা। ২.৫ বলে মাত্র ১৭ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট তুলে নেন কুলদিপ। তিন ওভারে ২৫ রান দিয়ে দুটি শিকার জাদেজার। বাকি বোলাররাও করেছেন দারুণ নিয়ন্ত্রিত বোলিং।

দক্ষিণ আফ্রিকার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তবে কেউই পারেননি ইনিংস লম্বা করতে। সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। ২৫ বলে সমান ২টি করে চার ও ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। অধিনায়ক এইডেন মার্করাম ১৪ বলে ২৫ রান করেন। এছাড়া ১২ রান আসে ডোনোভান ফেরেইরার ব্যাট থেকে।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

1h ago