বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

বাংলাদেশের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ দেখছেন নিউজিল্যান্ডের কোচ

New Zeland

বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১১ জনই নেই এই সিরিজে। বাংলাদেশের বিপক্ষে স্বাভাবিকভাবেই তাই নতুন আদলের একাদশ নামাতে হবে নিউজিল্যান্ডকে। কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড মনে করছেন, আগামী আর বেশ কিছুদিন ওয়ানডে খেলার সূচি না থাকায় এই সংস্করণে নতুনদের বাজিয়ে দেখার এটাই সেরা সুযোগ।

টম ল্যাথামের নেতৃত্বে প্রথম ওয়ানডের স্কোয়াডে বিশ্বকাপ দলের উইল ইয়ং, মার্ক চাপম্যান, রাচিন রবীন্দ্র আর ইশ সোধি আছেন। কাইল জেমিসন ছিলেন, চোটের কারণে ছিটকে গেছেন। শেষ দুই ওয়ানডেতে থাকবেন না সোধিও। ফিন অ্যালেন, হেনরি নিলোকসদের সঙ্গে জশ ক্লার্কসনদের মতন নতুনদের হবে পরীক্ষা।

সিরিজ শুরুর আগের দিন স্টেড জানান, কেইন উইলিয়ামসনসহ দলের সেরা তারকাদের বিশ্রামটা ভীষণ প্রাপ্য ছিলো, পাশাপাশি দরকার ছিলো নতুনদের দেখে নেওয়া, 'দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।'

নিউজিল্যান্ডের মাঠে একটা টেস্ট জয়ের স্মৃতি থাকলেও সীমিত সংস্করণে কখনোই কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। তবে বর্তমান বাংলাদেশ দলকে আগের চেয়ে উন্নত মনে হচ্ছে স্টেডের, 'দেশের বাইরের কন্ডিশনে বেশ ইম্প্রুভ দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের  উইকেটে তারা ভালো করতে পারে।'

ডানেডিনে রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago